হোম > ফ্যাক্টচেক > দেশ

লেবুর হালি কত?

ফ্যাক্টচেক ডেস্ক


বসন্তের বাসন্তী বাতাসের ছোঁয়া বুঝতে না বুঝতেই গ্রীষ্ম এসে হাজির। এই গরমে রোজা আর আসন্ন কঠোর লকডাউন দ্রব্যমূল্যে আগুন ধরিয়ে দিয়েছে। তাই বলে কি লেবুর হালি ১২০ টাকা?

৯ এপ্রিল সময় নিউজ, বাংলা ম্যাগাজিন, আনন্দবার্তা, প্রিয় ডটকমসহ বেশ কিছু সংবাদমাধ্যমে আজ লেবুর দাম ১২০ টাকা শিরোনাম হয়েছে। এ সম্পর্কিত প্রতিবেদনে বিভিন্ন দ্রব্যের মূল্য জানানোর পাশাপাশি শেষ পর্যায়ে লেখা হয়— ‘এক হালি বড় লেবু বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়।’ শিরোনাম যতটা ভীতি জাগানিয়া, সংবাদে তার বর্ণনা যেন ততটাই সাদামাটা।

প্রযুক্তির ব্যবহার ও সরাসরি জিজ্ঞাসা—দুভাবেই উত্তর খোঁজার চেষ্টা করি আমরা।

প্রথমেই ঢুকি চেইন শপ স্বপ্নের ওয়েবসাইটে। সেখানে এক হালি বড় লেবুর দাম ৭২ টাকা, লম্বা লেবু ৬৪ টাকা এবং কাগজি লেবুর দাম ৩৪ টাকা।

ইউনিমার্টের ওয়েবসাইটে ঢুকে দেখা যায় ৭০-৯৯ গ্রাম ওজনের এক পিস লেবু ২০ টাকা দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ, হালি ৮০ টাকা।

অনলাইন ডেলিভারি শপ চালডাল–এ লেবুর হালিপ্রতি দাম ৫৯ টাকা, অথবা ডটকমে একই পরিমাণ বড় লেবু ৭২ ও ১০০ গ্রাম ওজনের লেবু ২০ টাকা। মীনা বাজারের ওয়েবসাইটে জানাচ্ছে, তাদের কাছে লেবু এই মুহূর্তে নেই। অন্য আর কোনো অনলাইন শপে লেবুর দাম ১২০ টাকা হাঁকানো হয়নি।



অন্যদিকে রাজধানীর কয়েকটি কাঁচাবাজার ঘুরে দেখা যায়, কারওয়ান বাজারে এক হালি ছোট লেবু ২০-৩০ টাকা ও বড় লেবু ৬০-৭০ টাকা। মিরপুর-১ কাঁচাবাজারে এক হালি লেবু সর্বোচ্চ ৮০ টাকা দাম হাঁকাতে দেখা গেছে। রামপুরা বাজারে এক হালি বড় লেবু ৪০-৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

নিত্যপণ্যের দাম মধ্যবিত্তের জন্য দুশ্চিন্তার কারণ। রামপুরা বাজারে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী শামিম উল হাসান বলেন, ‘গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচারিত সংবাদ সঠিক না হলে সেটা কাউকে কাউকে অবৈধ সুবিধা দিতে পারে। সংবাদের ওপর ভিত্তি করে ব্যবসায়ীরা দ্রব্যের মূল্য অযথাই বাড়িয়ে দিতে পারে।’

এ কথা সত্যি যে লেবুর দাম স্বাভাবিকের তুলনায় বেড়েছে। তবে উল্লেখিত সংবাদে লেবুর দাম ১২০ টাকা বলা হলেও তার প্রমাণ অনলাইন বা সাধারণ বাজারে দেখা যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

পাকিস্তানি জেনারেলকে ‘ভারতের উত্তর-পূর্বাঞ্চলযুক্ত বাংলাদেশের পতাকা উপহারে’র দাবি নিয়ে যা বলল সিএ ফ্যাক্ট চেক

গোপালগঞ্জ সহিংসতা নিয়ে অসম্পর্কিত ভুয়া তথ্য ছড়াচ্ছে আ. লীগ: প্রেস উইং

নাটকের দৃশ্যকে ধর্ষণের পর হত্যা দাবিতে প্রচার

পটুয়াখালীতে তরুণীকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার ভাইরাল ভিডিও সম্পর্কে যা জানা গেল

ইন্দুরকানীতে দেবর-ভাবিকে কুপিয়ে হত্যার ঘটনাটি কি রাজনৈতিক

ইটভাটায় যুবক ও চিতাবাঘের লড়াইয়ের ভিডিও বাংলাদেশের নয়, ভারতের

ফিলিং স্টেশনে যুবকের বুকে তরুণীর আগ্নেয়াস্ত্র তাক—ভিডিওটি কি বাংলাদেশের

নাহিদ ইসলামের বাড়ি থেকে সাড়ে ৪ কোটি টাকা উদ্ধার—ভিডিওটি ভিন্ন ঘটনার

কুমিল্লায় সমন্বয়কের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার দাবিতে ছড়ানো ভিডিও সম্পর্কে যা জানা গেল

উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়ি থেকে ভিজিএফের চাল উদ্ধার দাবিতে ছড়ানো ভিডিওটি ভিন্ন ঘটনার