হোম > ফ্যাক্টচেক > আজকের ফ্যাক্ট

ভারতে প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন শেখ হাসিনা, ভাইরাল ভিডিওর সত্যতা কতটুকু

ফ্যাক্টচেক  ডেস্ক

ভারতে প্রথমবারের মতো শেখ হাসিনা প্রকাশ্যে আসার দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্য

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। পরে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। সাবেক প্রধানমন্ত্রী কোথায় অবস্থান করছেন, তা নিয়ে নানা জল্পনা-কল্পনা আছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টের তথ্য অনুযায়ী, দিল্লিতেই অবস্থান করছেন হাসিনা। তাঁকে লোধি গার্ডেনের লুটেনস বাংলো জোনে সুরক্ষিত এক বাড়িতে থাকতে দিয়েছে ভারত সরকার। তবে তাঁকে নিয়ে জল্পনা-কল্পনা থামেনি। শেখ হাসিনা ভারতে প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছেন—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা আছে, ‘ভারতে প্রথমবার প্রকাশ্যে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা।’

এস কে সোহেল হায়দার (S K Sohel Haider) নামের একটি অ্যাকাউন্ট থেকে আজ বুধবার বেলা পৌনে ১টায় করা পোস্টটি সবচেয়ে বেশি প্রচারিত হয়েছে। ভিডিওটি আজ বেলা ৩টা পর্যন্ত ৬ হাজার ৬০০ বার দেখা হয়েছে এবং এতে ১৭৬টি রিঅ্যাকশন পড়েছে। ভিডিওটিতে ১৭টি কমেন্ট পড়েছে। এসব কমেন্টে কেউ কেউ ভিডিওটি পুরোনো বলে মন্তব্য করেন। পাশাপাশি অনেকেই ভিডিওটি সত্য ভেবে কমেন্ট করেছেন। আবরার রহমান (Abrar Rahman) নামে একটি অ্যাকাউন্ট লিখেছে, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলার বাঘিনী আমাদের জননেত্রী শেখ হাসিনা।’ এ ছাড়া একই ভিডিও বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ থেকে আজকে দুপুর ১২টা ২০ মিনিটের দিকে শেয়ার করা হয়। তবে এখন পাওয়া যাচ্ছে না।

ভিডিওর সত্যতা যাচাই করতে এর কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করা হয়। তাতে দেখা যায়, ব্রমটম ব্রাদার চ্যানেল (BB/Brompton Brother Channel) নামের ইউটিউব চ্যানেলে একই ভিডিও (আর্কাইভ) পাওয়া যায়। ভিডিওটি ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর প্রকাশিত হয়। এর সঙ্গে ভাইরাল ভিডিওতে থাকা আশপাশের মানুষজন, রাস্তা ও ভবনের দেয়ালের মিল পাওয়া যায়।

ভারতে প্রথমবারের মতো শেখ হাসিনার প্রকাশ্যে আসার দাবিতে প্রচারিত ভিডিওর সঙ্গে ব্রমটম ব্রাদার চ্যানেল নামের ইউটিউব চ্যানেলের ভিডিওর সাদৃশ্য আছে।

ভিডিওর ডেসক্রিপশন অপশন থেকে জানা যায়, ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটেনের রানীর রাষ্ট্রীয় শেষকৃত্যের আগের দিন লন্ডনের হোটেল ক্লারিজ থেকে বেরিয়ে আসেন।

হোটেল ক্লারিজের বিষয়ে গুগল স্ট্রিট ভিউ সার্চ করে দেখা যায়, এটি লন্ডনের ব্রুক স্ট্রিটে অবস্থিত।

ভারতে প্রথমবারের মতো শেখ হাসিনা প্রকাশ্যে আসার দাবিতে প্রচারিত ভিডিওর সঙ্গে গুগল স্ট্রিট ভিউয়ের সাদৃশ্য

২০২২ সালের ১৮ সেপ্টেম্বরে শেখ হাসিনা ব্রিটেনের রানীর শেষকৃত্যে গিয়েছিলেন কি না, তা সার্চ করে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে একটি প্রতিবেদন পাওয়া যায়। তা থেকে জানা যায়, রানী দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় শেষকৃত্যে শেখ হাসিনা যোগ দিয়েছিলেন এবং ল্যাঙ্কাস্টার হাউসে শোক বইতে স্বাক্ষর করেছিলেন। রানীর শেষকৃত্যে যোগ দিতে তিনি ওই বছরের ১৫ সেপ্টেম্বর যুক্তরাজ্যে সরকারি সফরে লন্ডনে যান।

প্রতিবেদনে উল্লেখিত ছবিতে থাকা শেখ হাসিনার পরনের শাড়ির সঙ্গে ভাইরাল ভিডিওর শাড়ির সাদৃশ্য পাওয়া যায়।

প্রতিবেদনে শেখ হাসিনার শাড়ি এবং ভাইরাল ভিডিওর শাড়ি।

এই বিষয়ে তখন সময় টিভি, এটিএন নিউজ, দ্য ডেইলি স্টারেরও প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ ২০২২ সালের ৮ সেপ্টেম্বর মারা যান।

সুতরাং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটি মোটেই শেখ হাসিনার ভারতে অবস্থানের নয়। এটি ২০২২ সালের ১৮ সেপ্টেম্বরে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় শেষকৃত্যে শেখ হাসিনার উপস্থিতির ভিডিও। সেটিই শেখ হাসিনার ভারতে প্রকাশ্যে আসার ভিডিও দাবিতে ভাইরাল হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

আজকের পত্রিকার নামে ছড়িয়ে পড়া এই ফটোকার্ডটি ভুয়া

মধ্যরাতে মাঝরাস্তায় বাঘকে মদ খাওয়ানোর চেষ্টা করছে মাতাল—ভাইরাল ভিডিওটি ফেক

পাকিস্তানি জেনারেলকে ‘ভারতের উত্তর-পূর্বাঞ্চলযুক্ত বাংলাদেশের পতাকা উপহারে’র দাবি নিয়ে যা বলল সিএ ফ্যাক্ট চেক

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

গোপালগঞ্জ সহিংসতা নিয়ে অসম্পর্কিত ভুয়া তথ্য ছড়াচ্ছে আ. লীগ: প্রেস উইং

নিহত সোহাগকে হিন্দু দাবি করে মিথ্যা প্রতিবেদন করেছে ভারতীয় গণমাধ্যম: প্রেস উইং

নাটকের দৃশ্যকে ধর্ষণের পর হত্যা দাবিতে প্রচার

পটুয়াখালীতে তরুণীকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার ভাইরাল ভিডিও সম্পর্কে যা জানা গেল

ইন্দুরকানীতে দেবর-ভাবিকে কুপিয়ে হত্যার ঘটনাটি কি রাজনৈতিক

ইটভাটায় যুবক ও চিতাবাঘের লড়াইয়ের ভিডিও বাংলাদেশের নয়, ভারতের