হোম > ফ্যাক্টচেক

ভাইরাল এই ছবি কী ১৮৭২ সালের গুলশান ২ নম্বরের 

ফ্যাক্টচেক ডেস্ক

রাজধানী ঢাকার অন্যতম অভিজাত আবাসিক এলাকা গুলশান। তার একটি অংশের পুরানো চিত্র দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে। তাতে দাবি করা হচ্ছে, এটি ১৮৭২ সালে তোলা গুলশান ২ নম্বরের ছবি। তবে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে মিলেছে ভিন্ন তথ্য।

ভাইরাল ছবিটি রিভার্স ইমেজ অনুসন্ধানে অন্যতম বৃহৎ পাবলিক ডোমেইন ইমেজের উৎস পিকরিলের ওয়েবসাইটে খুঁজে পাওয়া যায়। ওয়েবসাইটে ছবিটি সম্পর্কে বলা হয়েছে, এটি পুরান ঢাকার চকবাজারের ছবি। ছবিতে চকবাজারের দোকানের ছাদ দেখা যাচ্ছে। ছবিটি ১৯০৪ সালে ফ্রিৎজ কাপ নামে একজন চিত্রগ্রাহকের তোলা। এটি কার্জন কালেকশন নামে একটি অ্যালবামের ৩০টি ছাপা ছবির একটি

ওল্ড ইন্ডিয়ান ফটোজ’ নামে ভারতীয় উপমহাদেশের ঐতিহাসিক ছবির সংগ্রহশালা থেকেও ছবিটি সম্পর্কে একই তথ্য পাওয়া যায়। 

ছবি সম্পর্কিত আরেকটি ওয়েবসাইট ফ্লিকারের তথ্যমতে, বর্তমানে এই স্থান নাজিমউদ্দিন রোড নামে পরিচিত। এই রাস্তার পাশেই শেখ বোরহান উদ্দীন কলেজ অবস্থিত।

উপরিউক্ত ওয়েবসাইটগুলো ছাড়াও ছবি সংগ্রহের আরও একাধিক ওয়েবসাইটে ছবিটি সম্পর্কে একই বর্ণনা পাওয়া যায়। 

এসব ওয়েবসাইট সূত্রে নিশ্চিত হওয়া যায়, ভাইরাল ছবিটি গুলশান ২-এর ১৮৭২ সালে তোলা ছবি নয়। এটি বরং ১৯০৪ সালে ফ্রিৎজ কাপ নামে একজন জার্মান চিত্রগ্রাহকের তোলা পুরান ঢাকার চকবাজারের ছবি।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

আজকের পত্রিকার নামে ছড়িয়ে পড়া এই ফটোকার্ডটি ভুয়া

মধ্যরাতে মাঝরাস্তায় বাঘকে মদ খাওয়ানোর চেষ্টা করছে মাতাল—ভাইরাল ভিডিওটি ফেক

পাকিস্তানি জেনারেলকে ‘ভারতের উত্তর-পূর্বাঞ্চলযুক্ত বাংলাদেশের পতাকা উপহারে’র দাবি নিয়ে যা বলল সিএ ফ্যাক্ট চেক

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

গোপালগঞ্জ সহিংসতা নিয়ে অসম্পর্কিত ভুয়া তথ্য ছড়াচ্ছে আ. লীগ: প্রেস উইং

নিহত সোহাগকে হিন্দু দাবি করে মিথ্যা প্রতিবেদন করেছে ভারতীয় গণমাধ্যম: প্রেস উইং

নাটকের দৃশ্যকে ধর্ষণের পর হত্যা দাবিতে প্রচার

পটুয়াখালীতে তরুণীকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার ভাইরাল ভিডিও সম্পর্কে যা জানা গেল

ইন্দুরকানীতে দেবর-ভাবিকে কুপিয়ে হত্যার ঘটনাটি কি রাজনৈতিক

ইটভাটায় যুবক ও চিতাবাঘের লড়াইয়ের ভিডিও বাংলাদেশের নয়, ভারতের