হোম > ফ্যাক্টচেক > বিদেশ

হিজাব খুলে খামেনির বিরুদ্ধে ইরানি নারীদের বিক্ষোভের ভিডিওটি পুরোনো

ফ্যাক্টচেক  ডেস্ক

ইরানের নারীরা হিজাব খুলে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে সম্প্রতি রাস্তায় বিক্ষোভ করছে দাবিতে ফেসবুক পোস্ট। ছবি: স্ক্রিনশট

ইরান ও ইসরায়েলের মধ্যকার সরাসরি সংঘর্ষের কারণে মধ্যপ্রাচ্যে এখন উত্তপ্ত। ইসরায়েলের চালানো বিমান হামলায় ইরানের শীর্ষ সেনা কর্মকর্তাসহ কয়েকজন পরমাণুবিজ্ঞানী নিহত হয়েছেন। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিয়েছে ইসরায়েল। খামেনির বিরুদ্ধে অনলাইনে ইরানিদের বিক্ষোভের কথাও খবরে এসেছে।

এমন প্রেক্ষাপটে ‘ইরানের নারীরা হিজাব খুলে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে রাস্তায় বিক্ষোভ করছেন’—এমন দাবিতে সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ এবং এক্স অ্যাকাউন্ট থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে। ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, বহুতল ভবনের সামনে মুখে মাস্ক পরা এক নারী একটি সাদা প্রাইভেট কারের ওপর দাঁড়িয়ে কালো কাপড় হাতে নেড়ে অস্পস্ট ভাষায় স্লোগান দিচ্ছেন। গাড়িটি বেশ কিছু মানুষ ঘিরে রেখেছেন। তাঁদের কেউ কেউ হাততালি দিচ্ছেন, আবার কেউ কেউ ভিডিও করছেন।

Seventy-one’ নামে একটি ফেসবুক পেজ থেকে গতকাল শুক্রবার (২১ জুন) বেলা ২টা ১ মিনিটে ভিডিওটি পোস্ট করা হয়। এর ক্যাপশনে লেখা, ‘ইরানের নারীরা-হিজাব খুলে রাস্তায় রাস্তায় খমেনির দুঃশাসনের বিরুদ্ধে বিক্ষোভ করছে।’ (বানান অপরিবর্তিত)

তবে ‘Manoj Singh’ নামের এক্স অ্যাকাউন্ট থেকে (১৮ জুন) দিবাগত রাত ২টা ২৯ মিনিটে পোস্ট করা ভিডিওটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। এর ক্যাপশনে লেখা, ‘তেহরানে একজন মহিলা গাড়ির ওপরে দাঁড়িয়ে হিজাব খুলে পুলিশকে অবজ্ঞা করে তা নাড়ছেন।’ (ইংরেজি থেকে বাংলায় অনূদিত)

আজ শনিবার (২১ জুন) বেলা ১টা পর্যন্ত ভিডিওটি ১২ লাখ বার দেখা হয়েছে এবং ৫ হাজার রিঅ্যাকশন পড়েছে। এতে ৩৩৪টি কমেন্ট পড়েছে এবং রিপোস্ট (শেয়ার) হয়েছে ১ হাজার ২০০ বার।

চেতনা নিউজ নামে ফেসবুক পেজ এবং Real Joshua Macias নামে এক্স অ্যাকাউন্ট থেকে একই দাবিতে ভিডিওটি পোস্ট করা হয়েছে।

এসব পোস্টের কমেন্টে কেউ কেউ এটিকে পুরোনো ভিডিও উল্লেখ করে কমেন্ট করেছেন। আবার অনেকে সাম্প্রতিক সময়ের মনে করেও কমেন্ট করেছে।

Syed Hossan Ahamed নামে ফেসবুক অ্যাকাউন্ট থেকে লিখেছে, ‘এরা ইরানের রাজাকার এই মোনাফেক গুলো এ ইরানে পর্চিমা ইউরোপ আমেরিকার শাসন ব্যবস্তা চায়, ভাই কি কমু, ইহুদি খ্রিষ্টান রাষ্ট্র চাড়া মুসলিম সব দেশে রাজাকার আছে।’ (বানান অপরিবর্তিত) Shellyna Akhter Shelley লিখেছে, ‘মিরজাফরগিরী শুরু হয়ে গেছে।’ (বানান অপরিবর্তিত)

ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে যুক্তরাষ্ট্রের ইলেকট্রনিক সংবাদমাধ্যম VOA-এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর দৃশ্যের মিল পাওয়া যায়। ভিডিওটি ২০২২ সালের ২৪ সেপ্টেম্বর প্রকাশিত। এর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর গাড়ির ওপরে দাঁড়িয়ে তরুণীর কাপড় নাড়ানোর দৃশ্য, পেছনের বহুতল ভবন, আশপাশের মানুষের মিল রয়েছে।

ইরানের নারীরা হিজাব খুলে আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে রাস্তায় বিক্ষোভ করছে দাবিতে ছড়ানো ভিডিওর সঙ্গে VOA এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওর সাদৃশ্য। ছবি: স্ক্রিনশট

ভিডিওর ডেসক্রিপশন থেকে জানা যায়, ইরানে পুলিশ হেফাজতে ২২ বছর বয়সী মাহশা আমিনি নামে এক তরুণীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর থেকে বিক্ষোভকারীরা দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায়। উক্ত ঘটনায় সেই বছরের ২০ সেপ্টেম্বর উত্তর-পূর্ব ইরানের মাশাদ শহরে বিক্ষোভ চলাকালীন একজন নারী গাড়ির ওপরে উঠে হিজাব নাড়ছিলেন।

এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে যুক্তরাজ্যের জাতীয় দৈনিক দ্য গার্ডিয়ানে ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, ইরানের হিজাব পরার বিধিমালা না মানার অভিযোগে মাহশা আমিনি (২২) নামের এক তরুণীকে দেশটির নৈতিকতা পুলিশ আটক করে। আটকের কিছুদিন পর ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর সেই তরুণী ইরানের একটি হাসপাতালে মারা যান।

এর আগে মাহশা আমিনি আত্মীয়দের বাড়িতে বেড়াতে তাঁর পরিবারের সঙ্গে ইরানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কুর্দিস্তান থেকে তেহরানে যাচ্ছিলেন। তখন তাঁকে দেশটির নারীদের পোশাকের আইন ভঙ্গের অভিযোগে গ্রেপ্তার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ আমিনিকে ভ্যানে মারধর করেছিল। তবে পুলিশ তখন এই অভিযোগ অস্বীকার করে।

আমিনিকে গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর তাঁর পরিবারকে তকে কাসরা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তরের কথা জানানো হয়। পুলিশ জানায়, আমিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন। তবে আমিনির পরিবার এমনটা অস্বীকার করে এবং জানায়, তাঁর কোনো স্বাস্থ্যগত সমস্যা ছিল না। হাসপাতালে পৌঁছানোর পর আমিনি কোমায় ছিলেন বলে তাঁর পরিবার জানিয়েছে। এরপর হাসপাতালের কর্মীরা আমিনির মৃত্যুর কথা জানান।

একই তথ্যে যুক্তরাজ্যের জাতীয় দৈনিক ডেইলি মেইলে ২০২২ সালের ২৭ সেপ্টেম্বরে প্রকাশিত একটি প্রতিবেদনে ছড়িয়ে পড়া ভিডিওর দৃশ্যটি পাওয়া যায়। এই প্রতিবেদন থেকে আরও জানা যায়, ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর মাহশা আমিনির মৃত্যুর ঘটনা পরবর্তী বিক্ষোভে আন্দোলনকারীরা দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ক্ষমতা ছাড়ার আহ্বান জানান।

সুতরাং, ইরানের নারীরা হিজাব খুলে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে রাস্তায় বিক্ষোভের দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিওটি পুরোনো। ২০২২ সালের ২০ সেপ্টেম্বর ইরানে পুলিশ হেফাজতে ২২ বছর বয়সী মাহশা আমিনি নামের এক তরুণীর মৃত্যুর ঘটনাকেন্দ্রিক আন্দোলনে এক তরুণী গাড়ির ওপরে উঠে হিজাব নাড়ছিলেন। সেই ঘটনারই ভিডিও এটি।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

আজকের পত্রিকার নামে ছড়িয়ে পড়া এই ফটোকার্ডটি ভুয়া

মধ্যরাতে মাঝরাস্তায় বাঘকে মদ খাওয়ানোর চেষ্টা করছে মাতাল—ভাইরাল ভিডিওটি ফেক

পাকিস্তানি জেনারেলকে ‘ভারতের উত্তর-পূর্বাঞ্চলযুক্ত বাংলাদেশের পতাকা উপহারে’র দাবি নিয়ে যা বলল সিএ ফ্যাক্ট চেক

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

গোপালগঞ্জ সহিংসতা নিয়ে অসম্পর্কিত ভুয়া তথ্য ছড়াচ্ছে আ. লীগ: প্রেস উইং

নিহত সোহাগকে হিন্দু দাবি করে মিথ্যা প্রতিবেদন করেছে ভারতীয় গণমাধ্যম: প্রেস উইং

নাটকের দৃশ্যকে ধর্ষণের পর হত্যা দাবিতে প্রচার

পটুয়াখালীতে তরুণীকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার ভাইরাল ভিডিও সম্পর্কে যা জানা গেল

ইন্দুরকানীতে দেবর-ভাবিকে কুপিয়ে হত্যার ঘটনাটি কি রাজনৈতিক

ইটভাটায় যুবক ও চিতাবাঘের লড়াইয়ের ভিডিও বাংলাদেশের নয়, ভারতের