হোম > ফ্যাক্টচেক

পূজামণ্ডপে ছাত্রশিবিরের হট্টগোল দাবিতে ভিডিও ভাইরাল, ঘটনাটি বাংলাদেশের নয়

ফ্যাক্টচেক ডেস্ক

দেশজুড়ে উদ্‌যাপিত হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। সরকারি হিসাবে, সারা দেশে ৩১ হাজার ৪৬১টি মণ্ডপ ও মন্দিরে এ পূজা উদ্‌যাপিত হচ্ছে। এসবের মধ্যে কোথাও কোথাও মূর্তি ভাঙার খবর এসেছে। আবার চট্টগ্রাম নগরীর জেএম সেন হলের পূজামণ্ডপে ইসলামি সংগীত পরিবেশনের ঘটনায় সোশ্যাল মিডিয়ায় অনেকেই দাবি করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা–কর্মীরা এমন কাজ করেছেন। তবে জামায়াতের দাবি, তারা এ বিষয়ে কিছুই জানে না, গান পরিবেশন করা দলটিও তাদের কিংবা তাদের কোনো অঙ্গসংগঠনের নয়। এমন প্রেক্ষাপটে ফেসবুকে ৩০ সেকেন্ডের একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, পূজামণ্ডপে মাইক বাজানোর কারণে মণ্ডপের ভেতর প্রবেশ করে হট্টগোল করছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবির। 

‘জয় বাংলা পেইজ’ নামের একটি ফেসবুক পেজ থেকে আজ শনিবার দুপুরে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওর ক্যাপশনে লেখা, ‘তেমন কিছু না, পূজামণ্ডপের মাইক বাজানোর জন্য মণ্ডপের ভেতর প্রবেশ করে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিচ্ছে শিবির।’ ঘণ্টা ছয়েকের ব্যবধানে ভিডিওটি ৮৫ হাজার বার দেখা হয়েছে। শেয়ার হয়েছে সাড়ে ৮ শতাধিক এবং রিঅ্যাকশন পড়েছে সাড়ে ৩ হাজারের বেশি। 

ঘটনাটি বাংলাদেশের কোথায় ঘটেছে এমন কোনো তথ্য পাওয়া যায়নি ভিডিওটি পোস্ট করা অন্যান্য ফেসবুক অ্যাকাউন্ট ও পেজে। ঘটনাটির সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য নেতা শুভেন্দু অধিকারীর ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে একই ভিডিও পাওয়া যায়। ভিডিওটি সম্পর্কে টুইটটিতে বলা হয়েছে, ভিডিওর ঘটনাটি ঘটেছে কলকাতার গার্ডেন রিচে নিউ বেঙ্গল স্পোর্টিং ক্লাবের পূজামণ্ডপে। এই ঘটনায় গার্ডেন রিচ কর্তৃপক্ষ থানায় অভিযোগও দিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের ওয়েবসাইটে ঘটনাটি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়। আজ প্রকাশিত প্রতিবেদনটি থেকে জানা যায়, নিউ বেঙ্গল স্পোর্টিং ক্লাবের পূজামণ্ডপে গতকাল শুক্রবার কিছু মুসলিম তরুণ পূজা পালনে বাধা দেয় এবং প্যান্ডেলের ভেতর হট্টগোল করে। এ ঘটনায় ক্লাবটি স্থানীয় থানায় অভিযোগ দিয়েছে। অভিযোগে বলা হয়েছে, পূজামণ্ডপে ঢাকঢোলের সঙ্গে অষ্টমী ও নবমীর ধর্মীয় অনুষঙ্গ পালন করা হচ্ছিল।

ওই সময় মুসলিম তরুণদের দলটি মণ্ডপে এসে বলে, ঢাকঢোলের আওয়াজে তাঁদের জুমার নামাজের সমস্যা হচ্ছে। এ নিয়ে তাঁদের সঙ্গে পূজা কমিটির বাগ্‌বিতণ্ডা হয়। পরে মুসলিম সম্প্রদায়ের স্থানীয় নেতা ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং আবার পূজার কাজ শুরু হয়। 

প্রতিবেদনটিতে ক্লাব কর্তৃপক্ষের থানায় দেওয়া লিখিত অভিযোগটির একটি কপিও যুক্ত করা হয়েছে। এতে বলা হয়েছে, গতকাল বেলা ১টা ১৩ মিনিটের দিকে এ ঘটনা ঘটেছে। প্রতিবেদনটিতে পুলিশের বরাত দিয়ে আরও বলা হয়েছে, পুলিশ ক্লাবটির অভিযোগ আমলে নিয়ে তদন্ত শুরু করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে।

আরো পড়ুন:

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

আজকের পত্রিকার নামে ছড়িয়ে পড়া এই ফটোকার্ডটি ভুয়া

মধ্যরাতে মাঝরাস্তায় বাঘকে মদ খাওয়ানোর চেষ্টা করছে মাতাল—ভাইরাল ভিডিওটি ফেক

পাকিস্তানি জেনারেলকে ‘ভারতের উত্তর-পূর্বাঞ্চলযুক্ত বাংলাদেশের পতাকা উপহারে’র দাবি নিয়ে যা বলল সিএ ফ্যাক্ট চেক

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

গোপালগঞ্জ সহিংসতা নিয়ে অসম্পর্কিত ভুয়া তথ্য ছড়াচ্ছে আ. লীগ: প্রেস উইং

নিহত সোহাগকে হিন্দু দাবি করে মিথ্যা প্রতিবেদন করেছে ভারতীয় গণমাধ্যম: প্রেস উইং

নাটকের দৃশ্যকে ধর্ষণের পর হত্যা দাবিতে প্রচার

পটুয়াখালীতে তরুণীকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার ভাইরাল ভিডিও সম্পর্কে যা জানা গেল

ইন্দুরকানীতে দেবর-ভাবিকে কুপিয়ে হত্যার ঘটনাটি কি রাজনৈতিক

ইটভাটায় যুবক ও চিতাবাঘের লড়াইয়ের ভিডিও বাংলাদেশের নয়, ভারতের