হোম > ফ্যাক্টচেক > আজকের ফ্যাক্ট

গোপালগঞ্জে সংখ্যালঘু সমাবেশের ভিডিওকে আ.লীগের ঢাকার কর্মসূচি দাবি

ফ্যাক্টচেক ডেস্ক  

শহীদ নূর হোসেন স্মরণে ও ‘অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার’ দাবিতে রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে কর্মসূচি ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগ। তবে সকাল থেকে জিরো পয়েন্টে আওয়ামী লীগের কোনো কর্মী–সমর্থককে দেখা যায়নি। বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও ছাত্র–জনতা নূর হোসেন চত্বর ঘিরে রেখেছে। গণজমায়েত করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও।

এ কর্মসূচিকে কেন্দ্র করে অনলাইনে ব্যাপক সরব আওয়ামী লীগের কর্মী–সমর্থকেরা। বিভিন্ন ভিডিও, ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, রাজধানীর জিরো পয়েন্টের কর্মসূচি বাস্তবায়নে দলটির সমর্থকেরা জড়ো হচ্ছেন।

‘বঙ্গবন্ধুর সৈনিক আমরা’ নামের একটি ফেসবুক পেজে ৩২ সেকেন্ডের এমনই একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘শুভ সকাল নূর চত্বরের দিকে যাচ্ছে। শুভ হোক, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

রোববার বিকেল ৪টা পর্যন্ত ভিডিওটি শেয়ার হয়েছে ১ হাজার ২০০, রিয়েকশন পড়েছে ১ হাজার ১০০ এবং দেখা হয়েছে ৬৯ হাজারের বেশি।

গোপালগঞ্জে হিন্দুদের জমায়েতের ভিডিও ফিরে এল জিরো পয়েন্টে আওয়ামী লীগের কর্মসূচি দাবিতে। ছবি: ফেসবুক

ভিডিওটি নিয়ে অনুসন্ধানে দেখা যায়, শহীদ নূর হোসেন চত্বরের দিকে যাওয়ার দাবিতে ভাইরাল ভিডিওটি গত আগস্ট মাসের।

ভাইরাল ভিডিওটি থেকে কিছু কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চে নিউজ পোর্টাল ঢাকা ট্রিবিউনের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। গত ১২ আগস্ট প্রকাশিত প্রতিবেদনটিতে ব্যবহৃত ছবির সঙ্গে ভাইরাল ভিডিওটিতে থাকা মানুষ, ভবনসহ অন্যান্য অবকাঠামোর মিল রয়েছে।

গোপালগঞ্জে হিন্দুদের জমায়েতের ভিডিও ফিরে এল জিরো পয়েন্টে আওয়ামী লীগের কর্মসূচি দাবিতে। ছবি: ঢাকা ট্রিবিউন

প্রতিবেদনটি থেকে জানা যায়, প্রতিবেদনে ব্যবহৃত ছবিটি গোপালগঞ্জের। ওই সময় সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের প্রতিবাদে হাজার হাজার মানুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা আট দফা দাবিও উপস্থাপন করে। ‘ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়’–এর ব্যানারে ওই দিন গোপালগঞ্জ শহরের প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু রোডে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জের প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু রোডে হিন্দুদের জমায়েতের ভিডিওটি ধারণ করা হয়। ছবি: গুগল ম্যাপ

এই প্রতিবেদন থেকে পাওয়া তথ্যের সূত্রে গুগল ম্যাপে ভিডিওটি ধারণের স্থানটি খুঁজে পায় আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। ভিডিওটি ধারণ করা হয়েছে গোপালগঞ্জ প্রেসক্লাবের অদূরে একটি পাঁচ তলা ভবনের ছাদ থেকে।

সুতরাং এটি নিশ্চিত, প্রায় তিন মাস আগে গোপালগঞ্জে সংখ্যালঘু ধারণ করা একটি ভিডিও রাজধানীতে আজ আওয়ামী লীগের সমাবেশের দাবিতে প্রচার করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

আজকের পত্রিকার নামে ছড়িয়ে পড়া এই ফটোকার্ডটি ভুয়া

মধ্যরাতে মাঝরাস্তায় বাঘকে মদ খাওয়ানোর চেষ্টা করছে মাতাল—ভাইরাল ভিডিওটি ফেক

পাকিস্তানি জেনারেলকে ‘ভারতের উত্তর-পূর্বাঞ্চলযুক্ত বাংলাদেশের পতাকা উপহারে’র দাবি নিয়ে যা বলল সিএ ফ্যাক্ট চেক

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

গোপালগঞ্জ সহিংসতা নিয়ে অসম্পর্কিত ভুয়া তথ্য ছড়াচ্ছে আ. লীগ: প্রেস উইং

নিহত সোহাগকে হিন্দু দাবি করে মিথ্যা প্রতিবেদন করেছে ভারতীয় গণমাধ্যম: প্রেস উইং

নাটকের দৃশ্যকে ধর্ষণের পর হত্যা দাবিতে প্রচার

পটুয়াখালীতে তরুণীকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার ভাইরাল ভিডিও সম্পর্কে যা জানা গেল

ইন্দুরকানীতে দেবর-ভাবিকে কুপিয়ে হত্যার ঘটনাটি কি রাজনৈতিক

ইটভাটায় যুবক ও চিতাবাঘের লড়াইয়ের ভিডিও বাংলাদেশের নয়, ভারতের