হোম > ফ্যাক্টচেক > বিদেশ

ইসরায়েলের প্রধানমন্ত্রীর পার্লামেন্টের অফিসে হামলা—ভাইরাল ভিডিওটি ভিন্ন ঘটনার

ফ্যাক্টচেক  ডেস্ক

ইরান কর্তৃক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পার্লামেন্টের অফিসে মিসাইল হামলার দৃশ্য দাবিতে ফেসবুক পোস্ট। ছবি: স্ক্রিনশট

ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘর্ষে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে। ইসরায়েলের পক্ষ থেকে চালানো বিমান হামলায় ইরানের শীর্ষ সেনা কর্মকর্তাসহ কয়েকজন পারমাণবিক বিজ্ঞানী নিহত হন। এর প্রতিশোধ হিসেবে ইরান ‘ট্রু প্রমিজ’ নামে ধারাবাহিক সামরিক অভিযান শুরু করে।

‘ইরান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পার্লামেন্টের অফিসে মিসাইল হামলা করেছে’— এই দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে। ১৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি আকাশচুম্বী ভবনের প্রায় সম্পূর্ণ অংশে আগুনে পুড়ে যাচ্ছে। ভবন থেকে কালো ধোঁয়া ছড়াচ্ছে। আশপাশে আরও কয়েকটি আকাশচুম্বী ভবন দেখা যাচ্ছে। তবে সেগুলো অক্ষত।

‘NN TV বাংলা’ নামের ফেসবুক পেজ থেকে গতকাল রাত ৯টা ৪ মিনিটে পোস্ট করা ভিডিওটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। এর ক্যাপশনে লেখা, ‘বেঞ্জামিন নেতানিয়াহু পার্লামেন্টের অফিস কক্ষ টার্গেট করে মি’সা’ই’ল হা’ম’লা করে ইরান।’ (বানান অপরিবর্তিত)

আজ রোববার (১৫ জুন) বেলা আড়াইটা পর্যন্ত ভিডিওটি ১ লাখ বার দেখা হয়েছে এবং ২ হাজার ৪০০ রিঅ্যাকশন পড়েছে। এতে ৯০টি কমেন্ট পড়েছে এবং শেয়ার হয়েছে ৬০৬ হাজার বার।

আরাবী আরাবীMujahidul Islam নামে ফেসবুক অ্যাকাউন্ট এবং DAILY TIMES 24 Dhakaনামে পেজ থেকে একই ক্যাপশনে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে।

ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইলের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে ব্যবহৃত ভিডিওর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর দৃশ্যের মিল পাওয়া যায়। প্রতিবেদনটি ১৪ জুনে প্রকাশিত। এর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর আকাশচুম্বী ভবন, এতে আগুন ও ধোঁয়ার দৃশ্য এবং আশপাশের আকাশচুম্বী ভবনের মিল রয়েছে।

ইরান কর্তৃক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পার্লামেন্টের অফিসে মিসাইল হামলার দৃশ্য দাবিতে ছড়ানো ভিডিওর সঙ্গে ডেইলি মেইলের প্রতিবেদনে ব্যবহৃত ভিডিওর সাদৃশ্য। ছবি: স্ক্রিনশট

প্রতিবেদন থেকে জানা যায়, ১৩ জুন রাত সাড়ে ৯টার দিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের মারিনা এলাকায় ‘মারিনা পিনাকল’ নামের ৬৭তলা একটি আকাশচুম্বী ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। শনিবার (১৪ জুন) ভোরে দুবাই সিভিল ডিফেন্সের দল ছয় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। দুবাই মিডিয়া অফিসের (ডিএমও) বরাতে গণমাধ্যমটি জানায়, ৭৬৪টি অ্যাপার্টমেন্টের ৩ হাজার ৮২০ জন বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং এই ঘটনায় কেউ আহত হয়নি।

আজকের পত্রিকা, যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য সানের যুক্তরাষ্ট্রের সংস্করণের একটি প্রতিবেদনেও একই তথ্যে দৃশ্যটি পাওয়া যায়।

দ্য সানের যুক্তরাষ্ট্রের সংস্করণের প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট

সুতরাং, ইরান কর্তৃক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পার্লামেন্টের অফিসে মিসাইল হামলার দৃশ্য দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিওটি ভিন্ন ঘটনার। প্রকৃতপক্ষে, ১৩ জুন রাতে দুবাইয়ের মারিনা এলাকায় ৬৭তলা একটি আকাশচুম্বী ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। সেই ঘটনারই দৃশ্য এটি।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

আজকের পত্রিকার নামে ছড়িয়ে পড়া এই ফটোকার্ডটি ভুয়া

মধ্যরাতে মাঝরাস্তায় বাঘকে মদ খাওয়ানোর চেষ্টা করছে মাতাল—ভাইরাল ভিডিওটি ফেক

পাকিস্তানি জেনারেলকে ‘ভারতের উত্তর-পূর্বাঞ্চলযুক্ত বাংলাদেশের পতাকা উপহারে’র দাবি নিয়ে যা বলল সিএ ফ্যাক্ট চেক

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

গোপালগঞ্জ সহিংসতা নিয়ে অসম্পর্কিত ভুয়া তথ্য ছড়াচ্ছে আ. লীগ: প্রেস উইং

নিহত সোহাগকে হিন্দু দাবি করে মিথ্যা প্রতিবেদন করেছে ভারতীয় গণমাধ্যম: প্রেস উইং

নাটকের দৃশ্যকে ধর্ষণের পর হত্যা দাবিতে প্রচার

পটুয়াখালীতে তরুণীকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার ভাইরাল ভিডিও সম্পর্কে যা জানা গেল

ইন্দুরকানীতে দেবর-ভাবিকে কুপিয়ে হত্যার ঘটনাটি কি রাজনৈতিক

ইটভাটায় যুবক ও চিতাবাঘের লড়াইয়ের ভিডিও বাংলাদেশের নয়, ভারতের