হোম > ফ্যাক্টচেক

অভিনেত্রী শাওন ডিবি হেফাজতে অসুস্থ হওয়ার খবর ভুয়া, ভাইরাল ছবিটি পুরোনো

ফ্যাক্টচেক ডেস্ক 

মেহের আফরোজ শাওন ডিবি কার্যালয়ে গিয়ে অসুস্থ হওয়ার দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি। ছবি: স্ক্রিনশট

থাম্ব: মেহের আফরোজ শাওন ডিবি কার্যালয়ে গিয়ে অসুস্থ হওয়ার দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি। ছবি: স্ক্রিনশট

অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ধানমন্ডি এলাকা থেকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে তাঁকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয় বলে গণমাধ্যমকে জানায় পুলিশ। গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে পরিবারের জিম্মায় দেওয়া হয়।

এরই মধ্যে, মেহের আফরোজ শাওন ডিবি কার্যালয়ে হঠাৎ পেট ব্যাথা নিয়ে অসুস্থ হয়ে পড়েছেন— এমন দাবিতে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, গ্রুপ ও পেজ থেকে প্রায় একই ক্যাপশনে ছবিটি ছড়ানো হয়েছে। ছবিতে, মেহের আফরোজ শাওনের হাতে ক্যানোলা লাগানো অবস্থায় তাঁকে হাসপাতলের বিছানায় শুয়ে থাকতে দেখা গিয়েছে।

‘ওকে জানস (Ok Jan’s)’ নামের ফেসবুক পেজ থেকে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে প্রকাশিত পোস্টটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। ছবির ক্যাপশনে লেখা, ‘ডিবি কার্যালয়ে হঠাৎ পেট ব্যাথা নিয়ে অসুস্থ হয়ে পড়েন নায়িকা শাওন! তৎক্ষনাৎ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার জানান আল্ট্রাসোনোগ্রাফি করানো লাগবে।’ (বানান অপরিবর্তিত)

গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ওই ছবিটিতে ৩১ হাজার রিঅ্যাকশন পড়েছে এবং শেয়ার হয়েছে ২৬২। আর পোস্টটিতে ৪ হাজার ২ শত টি কমেন্ট পড়েছে। মাহাবুব আলম লিটন (Mahabub Alom Liton) নামের একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘গরম ডিম থেরাপির কথা শুনে অ সুস্থতার নাটক করতেছে তারা ভালো করে জানে কোথায় কোন নাটক করতে হয় ছাড়াছাড়ি নাই সুস্থ হলে চেষ্টা করেন পুনরায়’ (বানান অপরিবর্তিত) শিমুল প্রান্ত (Shimul Pranto) লিখেছে, ‘নাটকের লোকতো অভিনয় ভালোই জানে’ (বানান অপরিবর্তিত)

‘সুহাসিনী বিনতে সুপ্তা’ নামে ফেসবুক অ্যাকাউন্ট ও ‘Elias Hossain Fans’ এবং ‘স্বপ্ন’ নামে ফেসবুক পেজ থেকে একই ক্যাপশনে ছবিটি পোস্ট করা হয়েছে।

কোনো পোস্টেই শাওন অসুস্থ হওয়ার তথ্যের সূত্র উল্লেখ করা হয়নি।

ছবিটি রিভার্স ইমেজ সার্চ করা হলে মেহের আফরোজ শাওনের ফেসবুক অ্যাকাউন্টের একটি পোস্টে ছবিটি পাওয়া যায়। পোস্টটি ২০১৬ সালের ১৯ নভেম্বর করা হয়।

মেহের আফরোজ শাওন ডিবি কার্যালয়ে গিয়ে অসুস্থ হওয়ার দাবিতে ছড়িয়ে পড়া ছবির সঙ্গে ২০১৬ সালে মেহের আফরোজ শাওনের ফেসবুক পোস্টের ছবির সাদৃশ্য। ছবি: স্ক্রিনশট

এই পোস্ট থেকে জানা যায়, ২০১৬ সালের নভেম্বর মাসে মেহের আফরোজ শাওন অ্যালার্জি ও লো প্রেশার জনিত কারণে অসুস্থ হলে তাঁকে তাঁর পরিবারের সদস্যরা রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন।

মেহের আফরোজ শাওন ডিবি কার্যালয়ে অসুস্থ হয়েছিলেন কিনা তা জানতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধানে রেজাউল করিম মল্লিকের সঙ্গে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ যোগাযোগ করে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি মিথ্যা। এমন কোনো ঘটনা ঘটেনি।

পাশাপাশি দেশের সংবাদ মাধ্যমগুলোতেও এমন কোনো তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে গত ৬ ফেব্রুয়ারি ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়ে যাওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে— এ তথ্য সঠিক নয়। মূলত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিটি ২০১৬ সালের।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

আজকের পত্রিকার নামে ছড়িয়ে পড়া এই ফটোকার্ডটি ভুয়া

মধ্যরাতে মাঝরাস্তায় বাঘকে মদ খাওয়ানোর চেষ্টা করছে মাতাল—ভাইরাল ভিডিওটি ফেক

পাকিস্তানি জেনারেলকে ‘ভারতের উত্তর-পূর্বাঞ্চলযুক্ত বাংলাদেশের পতাকা উপহারে’র দাবি নিয়ে যা বলল সিএ ফ্যাক্ট চেক

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

গোপালগঞ্জ সহিংসতা নিয়ে অসম্পর্কিত ভুয়া তথ্য ছড়াচ্ছে আ. লীগ: প্রেস উইং

নিহত সোহাগকে হিন্দু দাবি করে মিথ্যা প্রতিবেদন করেছে ভারতীয় গণমাধ্যম: প্রেস উইং

নাটকের দৃশ্যকে ধর্ষণের পর হত্যা দাবিতে প্রচার

পটুয়াখালীতে তরুণীকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার ভাইরাল ভিডিও সম্পর্কে যা জানা গেল

ইন্দুরকানীতে দেবর-ভাবিকে কুপিয়ে হত্যার ঘটনাটি কি রাজনৈতিক

ইটভাটায় যুবক ও চিতাবাঘের লড়াইয়ের ভিডিও বাংলাদেশের নয়, ভারতের