হোম > ফ্যাক্টচেক > আজকের ফ্যাক্ট

ছদ্মবেশে বাসায় ঢুকে শিশু চুরির ভিডিওটি সাজানো

ফ্যাক্টচেক  ডেস্ক

বাসায় ঢুকে একজন নারী শিশু চুরি করার দাবিতে ফেসবুক পোস্ট। ছবি: স্ক্রিনশট

বাসায় ঢুকে একজন নারী শিশু চুরি করেছে— এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, একজন নারী ফরম সদৃশ কাগজ নিয়ে একটি বাসায় নক করলে বাসার ভেতর থেকে আরেক নারী শিশু কোলে নিয়ে দরজা খোলেন। ফরম নিয়ে আসা নারীকে ড্রইংরুমের সোফায় বসিয়ে দুজনে কথা বলেন। একটু পর বাসার ওই নারী উঠে ঘরে গিয়ে একটি কাগজ হাতে আবার ড্রইংরুমে ফিরে এসে দেখেন, নারীটি নেই, শিশুও নেই। পরে সেই বাসার লোকজনকে শিশুটিকে বাসা ও সিঁড়িতে খুঁজতে দেখা যায়।

‘শেষ পৃষ্ঠা ১০১’ নামের ফেসবুক পেজ থেকে গত ২৬ ফেব্রুয়ারি বিকেল ৫টা ৭ মিনিটে প্রকাশিত পোস্টটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘সকলে সাবধান থাকবেন প্রতিনিয়ত আমাদের সমাজে এরকম ঘটনা ঘটতে থাকে।’ (বানান অপরিবর্তিত)

আজ রোববার দুপুর দেড়াটা পর্যন্ত ভিডিওটি ২৯ হাজার বার দেখা হয়েছে এবং রিঅ্যাকশন পড়েছে ৬৪। পোস্টটিতে ৯টি কমেন্ট পড়েছে এবং শেয়ার হয়েছে ৩২৩। ভিডিওটিতে Mis Ruma নামে একটি অ্যাকাউন্ট থেকে লিখেছে, ‘আল্লাহ সবাইকে হেফাজত করুক।’ (বানান অপরিবর্তিত)

Aɭ-Mʌʜɱʋɗ Rʋɓɘɭ, অখিল–Akhil, Oindrila–ঐন্দ্রিলা নামে ফেসবুক পেজ থেকে একই ক্যাপশনে ভিডিওটি পোস্ট করা হয়েছে।

Abu Bakar নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ৯ মিনিটে ‘যেভাবে শহর বন্দর গ্রাম গঞ্জে অভিনব কায়দায় শিশু চুরি করতেছে সিসি ক্যামেরায় দেখুন’ —এমন ক্যাপশনে ভিডিওটি পোস্ট করা হয়।

ভিডিওটি সাদা–কালো। আপাতত দৃষ্টিতে সিসিটিভি ফুটেজ বলে মনে হলেও, ভিডিওটি স্থির নয়। সিসিটিভি ফুটেজ সাধারণত শেকি (কম্পিত) হয় না।

ভিডিওটির কিছু কি–ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করা হলে ‘গৃহিনীর রান্নাঘর’ নামে একটি ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি পাওয়া যায়। ভিডিওটি গত ২৫ ফেব্রুয়ারি পোস্ট করা হয়েছে।

বাসায় ঢুকে এক নারী শিশু চুরি করছে— দাবিতে ছড়ানো ভিডিওর সঙ্গে গৃহিনীর রান্নাঘর নামের ফেসবুক অ্যাকাউন্টের ভিডিওর সাদৃশ্য। ছবি: স্ক্রিনশট

ভিডিওর ক্যাপশনে লেখা, ‘সকলে সাবধান থাকবেন প্রতিনিয়ত আমাদের সমাজে এরকম ঘটনা ঘটতে থাকে।’ (বানান অপরিবর্তিত)

গৃহিনীর রান্নাঘর নামে ফেসবুক অ্যাকাউন্টটি পর্যবেক্ষণে দেখা যায় এটির ক্যাটাগরিতে ‘ডিজিটাল ক্রিয়েটর’ উল্লেখ করা।

গৃহিনীর রান্নাঘর নামে ফেসবুক অ্যাকাউন্ট। ছবি: স্ক্রিনশট

এই ভিডিওর কমেন্টে Popy Karmaker নামে একটি অ্যাকাউন্ট থেকে ‘খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও বানিয়েছেন ধন্যবাদ আপনাকে’ লিখে কমেন্ট করতে দেখা যায়। একই কমেন্টের জবাবে গৃহিনীর রান্নাঘর লিখেছে, ‘Popy Karmaker আপনারা সাপোর্ট করলে এরকম আরো কিছু ভিডিও আমরা করতে পারি।’

গৃহিনীর রান্নাঘর নামে ফেসবুক অ্যাকাউন্ট। ছবি: স্ক্রিনশট

গৃহিনীর রান্নাঘর নামে অ্যাকাউন্টটিতে একই ধরনের আরও কিছু (, ) ভিডিও পাওয়া যায়। এগুলোও সাদা–কালো ভিডিও, তবে শেকি। ভিডিও দুটি মূলত সচেতনতামূলক।

অ্যাকাউন্টটিতে আরও কিছু ভিডিও রয়েছে, এর মধ্যে অনেকগুলোই রান্নার।

সুতরাং, বাসায় ঢুকে শিশু চুরির দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটি সত্য নয়। প্রকৃতপক্ষে, গৃহিনীর রান্নাঘর নামের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত সচেতনতামূলক ভিডিও বাস্তব দাবিতে ছড়ানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

আজকের পত্রিকার নামে ছড়িয়ে পড়া এই ফটোকার্ডটি ভুয়া

মধ্যরাতে মাঝরাস্তায় বাঘকে মদ খাওয়ানোর চেষ্টা করছে মাতাল—ভাইরাল ভিডিওটি ফেক

পাকিস্তানি জেনারেলকে ‘ভারতের উত্তর-পূর্বাঞ্চলযুক্ত বাংলাদেশের পতাকা উপহারে’র দাবি নিয়ে যা বলল সিএ ফ্যাক্ট চেক

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

গোপালগঞ্জ সহিংসতা নিয়ে অসম্পর্কিত ভুয়া তথ্য ছড়াচ্ছে আ. লীগ: প্রেস উইং

নিহত সোহাগকে হিন্দু দাবি করে মিথ্যা প্রতিবেদন করেছে ভারতীয় গণমাধ্যম: প্রেস উইং

নাটকের দৃশ্যকে ধর্ষণের পর হত্যা দাবিতে প্রচার

পটুয়াখালীতে তরুণীকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার ভাইরাল ভিডিও সম্পর্কে যা জানা গেল

ইন্দুরকানীতে দেবর-ভাবিকে কুপিয়ে হত্যার ঘটনাটি কি রাজনৈতিক

ইটভাটায় যুবক ও চিতাবাঘের লড়াইয়ের ভিডিও বাংলাদেশের নয়, ভারতের