হোম > ফ্যাক্টচেক > আজকের ফ্যাক্ট

আজারবাইজানে বিমান বিধ্বস্তের আগের দৃশ্য দাবিতে ভিন্ন ভিডিও ভাইরাল

ফ্যাক্টচেক  ডেস্ক

কাজাখস্তানে আজারবাইজানের বিমান বিধ্বস্তের আগের দৃশ্য দাবিতে ভাইরাল ভিডিও

গত ২৫ ডিসেম্বর আজারবাইজান এয়ারলাইনসের একটি ফ্লাইট কাজাখস্তানে জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হয়। জে২-৮২৪৩ (J2-8243) নামের এই ফ্লাইট আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার গ্রোজনি শহরে যাওয়ার কথা ছিল। ওই দুর্ঘটনায় এ পর্যন্ত ৩৮ জন নিহত হওয়ার তথ্য গণমাধ্যমে এসেছে। এই বিমান বিধ্বস্ত হওয়ার আগের দৃশ্য দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানের ভেতরের মতো দেখতে একটি জায়গায় যাত্রীরা ভয়ে ভয়ে ‘আল্লাহু আকবার’ এবং ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ পড়ছেন। ক্যাপশনে লেখা আছে, ‘আজারবাইজান এ বিমান বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তে বিমানের ভেতর এর দৃশ্য।’

বীথি ইসলাম (Bithe Islam) নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ২৯ ডিসেম্বর বিকেল ৪টার দিকে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটিতে আজ বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত ৪৭টি রিঅ্যাকশন পড়েছে এবং এটি প্রায় হাজারবার দেখা হয়েছে।

দাবিটির সত্যতা যাচাইয়ের জন্য ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করা হয়। এতে দেখা যায়, ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর তারিখে ইনফো ট্রাফিক আলজেরিয়া (Info Trafic Algérie) নামের একটি ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট করা হয়।

আলজিয়ার্স থেকে ইস্তাম্বুলের রুটের ফ্লাইটে প্রযুক্তিগত ত্রুটির সময় যাত্রীদের ‘আল্লাহু আকবার’ এবং ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ পড়ার দৃশ্য

পোস্টটির ক্যাপশনে লেখা, সে সময় আলজেরিয়ার আলজিয়ার্স থেকে তুরস্কের ইস্তাম্বুলের মধ্যকার এএইচ ৩০১৮ নং ফ্লাইটের বিমানটিতে প্রযুক্তিগত ত্রুটি দেখা যায়। এর কারণে বিমানে থাকা যাত্রী ও স্টাফদের নিরাপত্তার স্বার্থে উড্ডয়নের এক ঘণ্টা পর চালক বিমানটি আলজেরিয়ার হাউয়ারি বোমেডিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ ছাড়া ভিডিওটিতে যাত্রীদের ‘আল্লাহু আকবার’ ও ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ পড়তে শোনা যায়।

অর্থাৎ, গত ২৫ ডিসেম্বরে আজারবাইজান এয়ারলাইনসের একটি ফ্লাইট কাজাখস্তানে জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হওয়ার আগেই ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

এসব তথ্যের সূত্র ধরে আরও অনুসন্ধান করে আলজেরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আলজেরিয়া প্রেস সার্ভিসে একটি সংবাদ পাওয়া যায়। ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর প্রকাশিত ওই প্রতিবেদন থেকেও উক্ত ঘটনার সত্যতা পাওয়া যায়।

সুতরাং, এ থেকে নিশ্চিত হওয়া যায় গত ২৫ ডিসেম্বরে আজারবাইজান এয়ারলাইনসের ফ্লাইট কাজাখস্তানে জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হওয়ার আগমুহূর্তে বিমানের ভেতরের দৃশ্য দাবি করে ইন্টারনেটে প্রচারিত ভিডিওটি পুরোনো ও ভিন্ন ঘটনার।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

আজকের পত্রিকার নামে ছড়িয়ে পড়া এই ফটোকার্ডটি ভুয়া

মধ্যরাতে মাঝরাস্তায় বাঘকে মদ খাওয়ানোর চেষ্টা করছে মাতাল—ভাইরাল ভিডিওটি ফেক

পাকিস্তানি জেনারেলকে ‘ভারতের উত্তর-পূর্বাঞ্চলযুক্ত বাংলাদেশের পতাকা উপহারে’র দাবি নিয়ে যা বলল সিএ ফ্যাক্ট চেক

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

গোপালগঞ্জ সহিংসতা নিয়ে অসম্পর্কিত ভুয়া তথ্য ছড়াচ্ছে আ. লীগ: প্রেস উইং

নিহত সোহাগকে হিন্দু দাবি করে মিথ্যা প্রতিবেদন করেছে ভারতীয় গণমাধ্যম: প্রেস উইং

নাটকের দৃশ্যকে ধর্ষণের পর হত্যা দাবিতে প্রচার

পটুয়াখালীতে তরুণীকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার ভাইরাল ভিডিও সম্পর্কে যা জানা গেল

ইন্দুরকানীতে দেবর-ভাবিকে কুপিয়ে হত্যার ঘটনাটি কি রাজনৈতিক

ইটভাটায় যুবক ও চিতাবাঘের লড়াইয়ের ভিডিও বাংলাদেশের নয়, ভারতের