হোম > ফ্যাক্টচেক > বিদেশ

কাশ্মীরে হামলাকারীদের আস্তানা জ্বালিয়ে দেওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি পুরোনো

ফ্যাক্টচেক  ডেস্ক

পেহেলগাম পর্যটন এলাকায় সম্প্রতি হামলার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের আস্তানা পুড়িয়ে ফেলার দাবিতে ফেসবুক পোস্ট। ছবি: স্ক্রিনশট

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাম পর্যটন এলাকায় গত মঙ্গলবার (২২ এপ্রিল) বন্দুকধারীদের হামলায় একজন গোয়েন্দা কর্মকর্তাসহ অন্তত ২৬ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। এই হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের ‘কল্পনাতীত শাস্তি’ দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

পেহেলগাম হত্যাকাণ্ডের চার দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত কেউ আটক হয়নি। গতকাল শুক্রবার (২৫ এপ্রিল) রাতে জম্মু ও কাশ্মীর জুড়ে পাঁচ সন্দেহভাজনের বাড়িঘর গুঁড়িয়ে ও বিস্ফোরক পেতে উড়িয়ে দিয়েছে ভারতের নিরাপত্তা বাহিনী।

এদিকে পেহেলগাম হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসীদের আস্তানা পুড়িয়ে ফেলা হচ্ছে— এমন দাবিতে একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ২৬ সেকেন্ডের ভিডিওটিতে ঘন সবুজে ঘেরা স্থানে একটি বাড়ি পুড়তে দেখা যাচ্ছে। পাশাপাশি বিকট শব্দে গোলাগুলির আওয়াজ শোনা যাচ্ছে। ভিডিওর শেষের দিকে একজনকে আগ্নেয়াস্ত্র দিয়ে ওই ঘর লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করতে দেখা যায়।

Religion Concept নামে ফেসবুক পেজ থেকে গতকাল শুক্রবার (২৫ এপ্রিল) বেলা ১২টায় পোস্ট করা ভিডিওটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। ভিডিওর ক্যাপশনে লেখা, ‘ব্রেকিং:-কাশ্মীরে স*ন্ত্রাসীদের আস্তানা পুড়িয়ে ফেলা হচ্ছে. . যে বাড়িতে আফজাল দেখা যাবে, সেটাই ছাই হয়ে যাবে।’ (বানান অপরিবর্তিত)

আজ শনিবার (২৬ এপ্রিল) বেলা ১১টা পর্যন্ত ভিডিওটি ২৬ হাজার বার দেখা হয়েছে ও ৯৫টি রিঅ্যাকশন পড়েছে। এতে দুটি কমেন্ট পড়েছে এবং শেয়ার হয়েছে ৮২। তবে রিঅ্যাকশনের দিক থেকে সবচেয়ে বেশি ছড়িয়েছে অর্জুন রায় নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে। গতকাল শুক্রবার (২৫ এপ্রিল) বেলা ১১টা ২৪ মিনিটে পোস্ট করা ভিডিওটিতে ৭১০টি রিঅ্যাকশন পড়েছে।

এ ছাড়া বিধান রায়, Saikat Ghosh, Kajol ChandraBonomali Sarkar Bjp নামে ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রায় একই ক্যাপশনে ভিডিওটি পোস্ট করা হয়েছে।

ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর থেকে ইংরেজি ভাষায় প্রকাশিত জাতীয় দৈনিক Excelsior News–এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদনে (আর্কাইভ) একই দৃশ্য দেখা যায়। প্রতিবেদনটি ২০২১ সালের ১২ মে প্রকাশিত। এর সঙ্গে সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওর ঘরের রঙ ও অবস্থান, গোলাগুলির শব্দ, পরিবেশ ও আশেপাশের গাছপালা, ধোঁয়াকুণ্ডলীর সাদৃশ্য রয়েছে।

পেহেলগামে হামলার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের আস্তানা পুড়িয়ে ফেলার দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিওর সঙ্গে Excelsior News–এ প্রকাশিত ভিডিও প্রতিবেদনের সাদৃশ্য। ছবি: স্ক্রিনশট

ইংরেজি ভাষায় লেখা শিরোনাম থেকে জানা যায়, সেই সময় ভারত নিয়ন্ত্রিত জম্মু–কাশ্মীরের কোকেরনাগ উপজেলায় সন্ত্রাসীরা বন্দুকযুদ্ধে নিহত হওয়ার আগে পালানোর চেষ্টা করলে ব্যর্থ হয়।

Excelsior News–এর এই প্রতিবেদন প্রকাশের তারিখ ও তথ্যের সূত্র ধরে গুগলে সার্চ করে ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের ওয়েবসাইটে ২০২১ সালের ১১ মে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট

প্রতিবেদন থেকে জানা যায়, ২০২১ সালের ১১ মে তারিখে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলার কোকেরনাগ উপজেলায় এলাকার ভাইলু গ্রামে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে লস্কর-ই-তৈয়বার সঙ্গে সম্পর্কিত তিন জঙ্গি নিহত হয়।

একই তথ্য ভারতীয় সংবাদ সংস্থা এএনআই–এর ওয়েবসাইটে ২০২১ সালের ১১ মে প্রকাশিত একটি প্রতিবেদনে পাওয়া যায়।

সুতরাং, জম্মু–কাশ্মীরের পেহেলগামের বৈসরণ পর্যটন এলাকায় হামলায় জড়িতদের আস্তানা পুড়িয়ে দেওয়া হচ্ছে, দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিওটি পুরোনো। প্রকৃতপক্ষে, ২০২১ সালের ১১ মে জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলার কোকেরনাগ উপজেলায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষের ভিডিও এটি।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

আজকের পত্রিকার নামে ছড়িয়ে পড়া এই ফটোকার্ডটি ভুয়া

মধ্যরাতে মাঝরাস্তায় বাঘকে মদ খাওয়ানোর চেষ্টা করছে মাতাল—ভাইরাল ভিডিওটি ফেক

পাকিস্তানি জেনারেলকে ‘ভারতের উত্তর-পূর্বাঞ্চলযুক্ত বাংলাদেশের পতাকা উপহারে’র দাবি নিয়ে যা বলল সিএ ফ্যাক্ট চেক

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

গোপালগঞ্জ সহিংসতা নিয়ে অসম্পর্কিত ভুয়া তথ্য ছড়াচ্ছে আ. লীগ: প্রেস উইং

নিহত সোহাগকে হিন্দু দাবি করে মিথ্যা প্রতিবেদন করেছে ভারতীয় গণমাধ্যম: প্রেস উইং

নাটকের দৃশ্যকে ধর্ষণের পর হত্যা দাবিতে প্রচার

পটুয়াখালীতে তরুণীকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার ভাইরাল ভিডিও সম্পর্কে যা জানা গেল

ইন্দুরকানীতে দেবর-ভাবিকে কুপিয়ে হত্যার ঘটনাটি কি রাজনৈতিক

ইটভাটায় যুবক ও চিতাবাঘের লড়াইয়ের ভিডিও বাংলাদেশের নয়, ভারতের