হোম > ফ্যাক্টচেক

জুয়ার অ্যাপে গেম খেললেই নগদে যোগ হবে ৪০ ডলার! ভাইরাল ভিডিওটি এডিটেড

ফ্যাক্টচেক ডেস্ক

জিয়াউল হক পলাশ বর্তমান সময়ের জনপ্রিয় ছোটপর্দার অভিনেতা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই অভিনেতার ৪৫ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, তিনি ডিজিটাল আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান নগদ ও ব্যাঙ্গার ক্যাসিনো নামে জুয়ার অ্যাপের বিজ্ঞাপন দিচ্ছেন। সেখানে পলাশকে বলতে শোনা যায়, ব্যাঙ্গার ক্যাসিনোতে খেলে ঢাকায় জমির ভাউচার জেতার সুযোগ রয়েছে। নগদ ও ব্যাঙ্গার ক্যাসিনো একসঙ্গে কাজ করছে এবং গ্রাহকদের উপহার দিচ্ছে। তাই ব্যাঙ্গারে গেম খেলতে শুরু করলেই নগদ অ্যাপে যোগ হয়ে যাবে ৪০ ডলার। ভিডিওটির শেষ অংশে নগদের লোগোর সঙ্গে ব্যাঙ্গার ক্যাসিনো অ্যাপের লোগোও দেখা যায়।ভিডিওতে আরও দেখা যায়, ঢাকায় জমি জিততে তিনি অফিশিয়াল নগদ অ্যাপ্লিকেশন ব্যবহার করে ব্যাঙ্গার ক্যাসিনো খেলার আহ্বান জানাচ্ছেন। গত ৩০ জুন ‘সুইট কলম্বিয়া (Sweeet Colombia)’ নামের একটি ফেসবুক পেজে জিয়াউল হক পলাশের কথিত এই ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটি আজ শনিবার (৬ জুলাই) বিকেল ৪টা পর্যন্ত ২১ লাখ বার দেখা হয়েছে। পোস্টটিতে রিয়েকশন পড়েছে ৮ হাজারের বেশি। ভিডিওটির সত্যতা যাচাই করে দেখেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। 

ভাইরাল ভিডিওটি থেকে কিছু কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ অনুসন্ধানে নগদের ভেরিফায়েড ফেসবুক পেজে গত ১৪ জুন প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘শুধু জমির স্বপ্ন দেখলেই হবে? নগদে লেনদেন করতে হবে না? ৩ জনের দল বানাতে হবে না? ঢাকায় জমি জিতে নিতে, নগদে পেমেন্ট বা মোবাইল রিচার্জ অথবা অ্যাড মানি করে এখনই ৩ জনের দল বানান।’ ভিডিওটির সঙ্গে নগদ এবং ব্যাঙ্গার ক্যাসিনো অ্যাপ্লিকেশনের জুয়ার বিজ্ঞাপনের ভাইরাল ভিডিওটির মিল রয়েছে। দুটি ভিডিওতেই জিয়াউল হক পলাশকে একই পোশাকে, একই ব্যাকগ্রাউন্ডে বসে কথা বলতে শোনা যায়। তবে দুই ভিডিওটিতে জিয়াউল হক পলাশের বক্তব্যে ভিন্নতা রয়েছে। মূল ভিডিওটিতে পলাশ বলেন, ‘কি বইসা আছেন কেন? দলটা কে বানাইব আমি? জমিটা পাইলে কি আমারে দিয়া দিবেন? তাইলে তাড়াতাড়ি উঠেন, দলটা বানান। তিনজন মিলা দল বানাইলেই তো পাবেন নিশ্চিত গিফট ভাউচার। আর দল বানানোর পরে তিনজন মিলা লেনদেন করতে থাকলেই তো পাবেন জমি জেতার সুযোগ। ...’ নগদের ভেরিফায়েড পেজের পুরো বিজ্ঞাপনটিতে জিয়াউল হক পলাশকে কোনো জুয়ার অ্যাপ্লিকেশনের বিজ্ঞাপন দিতে শোনা যায়নি। ভিডিওটির ২৮ সেকেন্ডে নেপথ্য কণ্ঠে একজন বলেন, নগদে পেমেন্ট, মোবাইল রিচার্জ কিংবা অ্যাড মানি করুন আর তিনজনের দল বানিয়ে ঢাকায় জিতে নিতে পারেন ঢাকায় জমি আর সঙ্গে থাকছে ১০০ পারসেন্ট পর্যন্ত ক্যাশব্যাক।’ ভাইরাল ভিডিওটির এ অংশে নেপথ্য কণ্ঠে শোনা যায়, ‘অ্যাপ ডাউনলোড করুন, অ্যাকাউন্ট তৈরি করুন এবং অ্যাকাউন্টে টাকা যোগ করুন।’ 

নগদের ভেরিফায়েড পেজের বিজ্ঞাপনটিতে নগদ ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানের লোগো দেখা যায়নি। 

এসব বিশ্লেষণ থেকে এটি স্পষ্ট, ডিজিটাল আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান নগদের ফেসবুক পেজে প্রচারিত একটি বিজ্ঞাপনকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইয়ের সাহায্যে নকল কণ্ঠস্বর বসিয়ে এবং জুয়ার বিজ্ঞাপন যুক্ত করে তৈরি। 

ভাইরাল বিজ্ঞাপনটির নেপথ্যে কারা
জিয়াউল হক পলাশ ও নগদকে জুড়ে দিয়ে জুয়ার অ্যাপের বিজ্ঞাপনটি ফেসবুকে প্রচার করা ‘সুইট কলম্বিয়া (Sweeet Colombia)’ নামের পেজটি সম্পর্কে অনুসন্ধান করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। 

পেজটির পরিচয়ে উল্লেখ করা হয়েছে, এটি বাচ্চাদের পোশাক বিক্রয়ের একটি পেজ। ফলোয়ার মাত্র ৬৩০ জন। পেজ ট্রান্সপারেন্সি বিভাগে থাকা তথ্য অনুযায়ী, পেজটি ২০২১ সালের ২৯ আগস্ট খোলা হয়েছে। পেজটি ইউক্রেন, যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও ভিয়েতনাম থেকে যৌথভাবে পরিচালিত হয়। পেজটি বর্তমানে মেটায় বিজ্ঞাপন চালাচ্ছে। মেটার অ্যাড লাইব্রেরিতে খুঁজে দেখা যায়, পেজটি চলতি জুলাই মাসের শুরু থেকেই ফেসবুক ও ইনস্টাগ্রামে নগদ ও জিয়াউল হক পলাশের সম্পাদিত ভিডিওটি বিজ্ঞাপন হিসেবে প্রচার করছে। 

কী বলছে নগদ
নগদের জুয়ার বিজ্ঞাপনের ভাইরাল ভিডিওটি সম্পর্কে জানতে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ নগদের হেড অব পাবলিক কমিউনিকেশনস জাহিদুল ইসলাম সজলের সঙ্গে যোগাযোগ করে। 

তিনি বলেন, ‘ভিডিওটি আমাদের নজরেও এসেছে। এটা যে ভুয়া, তা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যে আমরা ফেসবুকে ভিডিওগুলো সম্পর্কে রিপোর্ট করেছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও অবহিত করছি। এসব ক্ষেত্রে আসলে মানুষের সচেতনতা প্রয়োজন।’

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

আজকের পত্রিকার নামে ছড়িয়ে পড়া এই ফটোকার্ডটি ভুয়া

মধ্যরাতে মাঝরাস্তায় বাঘকে মদ খাওয়ানোর চেষ্টা করছে মাতাল—ভাইরাল ভিডিওটি ফেক

পাকিস্তানি জেনারেলকে ‘ভারতের উত্তর-পূর্বাঞ্চলযুক্ত বাংলাদেশের পতাকা উপহারে’র দাবি নিয়ে যা বলল সিএ ফ্যাক্ট চেক

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

গোপালগঞ্জ সহিংসতা নিয়ে অসম্পর্কিত ভুয়া তথ্য ছড়াচ্ছে আ. লীগ: প্রেস উইং

নিহত সোহাগকে হিন্দু দাবি করে মিথ্যা প্রতিবেদন করেছে ভারতীয় গণমাধ্যম: প্রেস উইং

নাটকের দৃশ্যকে ধর্ষণের পর হত্যা দাবিতে প্রচার

পটুয়াখালীতে তরুণীকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার ভাইরাল ভিডিও সম্পর্কে যা জানা গেল

ইন্দুরকানীতে দেবর-ভাবিকে কুপিয়ে হত্যার ঘটনাটি কি রাজনৈতিক

ইটভাটায় যুবক ও চিতাবাঘের লড়াইয়ের ভিডিও বাংলাদেশের নয়, ভারতের