হোম > ফ্যাক্টচেক

ভারত ছাড়ার টিকিটি করে ফেলেছেন রাহুল গান্ধী— ভুয়া ছবি ভাইরাল

ফ্যাক্টচেক ডেস্ক

ভারতে চলছে ১৮ তম লোকসভা নির্বাচনের ভোট গণনা। ইতিমধ্যে নির্বাচনের ফলাফলে বিজেপি এগিয়ে থাকলেও ২০১৪ এবং ২০১৯–এর মতো এ বার লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা থাকছে না দলটির। গত দুইবারের নির্বাচনের চেয়ে ভালো অবস্থানে কংগ্রেস। তবে এর মধ্যেই এক্সে (সাবেক টুইটার) কংগ্রেস নেতা রাহুল গান্ধীর একটি ব্যাংকক যাত্রার একটি বিমানের টিকিটের ছবি ভাইরাল হয়েছে। টুইটটিতে দাবি করা হচ্ছে, নির্বাচনের ফল ফলাফল ঘোষণার পর ৫ জুন (বুধবার) রাহুল গান্ধী ভারত ছাড়বেন। 

যদিও ভারতের একাধিক ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রাহুল গান্ধীর ব্যাংকক যাত্রার ভিস্তারা এয়ারলাইনসের কথিত ভাইরাল টিকিটটি পুরোনো একটি টিকিট এবং এর সঙ্গে রাহুল গান্ধীর কোনো সম্পৃক্ততা নেই বলে নিশ্চিত করেছে।

আন্তর্জাতিক ফ্যাক্টচেকিং নেটওয়ার্ক (আইএফসিএন) স্বীকৃত দ্য কুইন্ট অনুসন্ধানে দেখেছে, ভাইরাল টিকিটটি কাটা হয়েছিল ২০১৯ সালের ৬ আগস্ট। টিকিটটিতে রাহুল গান্ধীর নাম নেই। একাধিক সম্পাদনার মাধ্যমে এটি তৈরি করা হয়েছে।

ভাইরাল টিকিটটিতে ‘ইউকে ১২১’ এবং ‘ইউকে ১১৫’ আলাদা আলাদা দুটি ফ্লাইট নম্বর লেখা। ভিস্তারা এয়ারলাইনসের ওয়েবসাইটের তথ্যানুযায়ী, ‘ইউকে ১২১’ নম্বরযুক্ত ফ্লাইটটি চলাচল করে নয়াদিল্লি থেকে ব্যাংককে এবং ‘ইউকে ১৫১’ নম্বরযুক্ত ফ্লাইটটি নয়াদিল্লি থেকে সিঙ্গাপুরে চলাচল করে।

পরে রিভার্স ইমেজ অনুসন্ধানে মূল টিকিটটি খুঁজে পাওয়া যায় ‘লাইভ ফ্রম অ্যা লাউঞ্জ’ নামের একটি ওয়েবসাইটে। মূল টিকিটটিতে প্রদত্ত তথ্যানুযায়ী, রাহুল গান্ধীর টিকিট দাবিতে ভাইরাল টিকিটটির ভ্রমণ তারিখ ছিল ২০১৯ সালের ৬ আগস্ট। এটি ভিস্তারা এয়ারলাইনসের সিঙ্গাপুরের একটি আন্তর্জাতিক ফ্লাইটের। টিকিটটির মালিক ছিলেন অজয় আওতানি নামে এক ব্যক্তি। 

টিকিটটি সম্পর্কে আরও নিশ্চিত হতে দ্য কুইন্ট অজয় আওতানির সঙ্গে যোগাযোগ করে। তিনি দ্য কুইন্টকে বলেন, রাহুল গান্ধীর ছবি দাবিতে ভাইরাল টিকিটটি তাঁর। এটি সম্পাদনা করে তাঁর নাম মুছে ফেলার মাধ্যমে রাহুল গান্ধীর নামে প্রচার করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

আজকের পত্রিকার নামে ছড়িয়ে পড়া এই ফটোকার্ডটি ভুয়া

মধ্যরাতে মাঝরাস্তায় বাঘকে মদ খাওয়ানোর চেষ্টা করছে মাতাল—ভাইরাল ভিডিওটি ফেক

পাকিস্তানি জেনারেলকে ‘ভারতের উত্তর-পূর্বাঞ্চলযুক্ত বাংলাদেশের পতাকা উপহারে’র দাবি নিয়ে যা বলল সিএ ফ্যাক্ট চেক

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

গোপালগঞ্জ সহিংসতা নিয়ে অসম্পর্কিত ভুয়া তথ্য ছড়াচ্ছে আ. লীগ: প্রেস উইং

নিহত সোহাগকে হিন্দু দাবি করে মিথ্যা প্রতিবেদন করেছে ভারতীয় গণমাধ্যম: প্রেস উইং

নাটকের দৃশ্যকে ধর্ষণের পর হত্যা দাবিতে প্রচার

পটুয়াখালীতে তরুণীকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার ভাইরাল ভিডিও সম্পর্কে যা জানা গেল

ইন্দুরকানীতে দেবর-ভাবিকে কুপিয়ে হত্যার ঘটনাটি কি রাজনৈতিক

ইটভাটায় যুবক ও চিতাবাঘের লড়াইয়ের ভিডিও বাংলাদেশের নয়, ভারতের