হোম > ফ্যাক্টচেক > আজকের ফ্যাক্ট

ভারতে ফুল বিক্রেতাদের হাতাহাতিকে কুয়েটে ছাত্রদল–সমন্বয়ক মারামারি বলে প্রচার

ফ্যাক্টচেক  ডেস্ক

কুয়েটে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মারামারির দৃশ্য দাবিতে ফেসবুক পোস্ট। ছবি: স্ক্রিনশট

ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি নিয়ে গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদলের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। উভয় পক্ষের অন্তত ৪০ থেকে ৪৫ জন আহত হওয়ার তথ্য গণমাধ্যমে এসেছে। সংঘর্ষের পর কুয়েট ক্যাম্পাসে সেনা সদস্য ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মারামারির দৃশ্য—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে প্রায় একই ক্যাপশনে ছড়ানো হয়েছে। ভিডিওটিতে রাতের বেলায় একটি রাস্তায় দুইজন তরুণকে হাতাহাতি করতে দেখা যায়। পরবর্তীতে দুজন নারী থামাতে এলে তাঁদেরও আঘত করতে দেখা যায়।

‘Hazrat M. Hasan’ নামের ফেসবুক পেজ থেকে গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টা ৯ মিনিটে প্রকাশিত পোস্টটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘কুয়েটে ছাত্রদল সমন্বয়ক রেসলিং দেখে মজা পাইলাম’। (বানান অপরিবর্তিত)

আজ বুধবার সকাল ১০টা পর্যন্ত ভিডিওটি ২৫ হাজার বার দেখা হয়েছে এবং পোস্টটিতে ১ হাজার রিঅ্যাকশন পড়েছে। পোস্টটিতে ৩০টি কমেন্ট পড়েছে এবং শেয়ার হয়েছে ৪৪৫। পোস্টে অনেকে এটিকে ভারতের ঘটনা উল্লেখ করে কমেন্ট করেছেন। আবার অনেকে সত্য মনে করে কমেন্ট করেছেন। ‘Firoz Mohammad’ নামের অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘এগুলি কি মানুষ না জানোয়ার শিক্ষিত নামের জানোয়ার এগুলি’ (বানান অপরিবর্তিত)। ‘Tapos Sarkar’ নামে লেখা হয়েছে, ‘খুব সুন্দর বাংলাদেশের মেধাবী বলে কথা’ (বানান অপরিবর্তিত)।

‘Amir Hossain’, ‘Jewel Rana’ এবং ‘Md Jamal’ নামে ফেসবুক অ্যাকাউন্ট থেকেও একই ক্যাপশনে ভিডিওটি পোস্ট করা হয়েছে।

ভিডিওর কিছু কি–ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করা হলে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই–এর এক্স অ্যাকাউন্টে একটি ভিডিওটি পাওয়া যায়। ভিডিওটি ২০১৮ সালের ১৮ জুন তারিখে প্রকাশিত।

কুয়েটে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মারামারির দৃশ্য— দাবিতে ছড়ানো ভিডিওর সঙ্গে এএনআই–এর এক্স পোস্টের ভিডিওর সাদৃশ্য। ছবি: স্ক্রিনশট

ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, সে সময় ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের উজ্জ্বয়িনীতে মহাকাল মন্দিরের কাছে ফুল বিক্রেতাদের মধ্যে হাতাহাতি হয়।

একই ভাবে ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজের ইউটিউব চ্যানেলে এবং টাইমস অব ইন্ডিয়ার ফেসবুক পেজে ২০১৮ সালের ১৮ জুন প্রকাশিত প্রতিবেদনেও একই তথ্য সংবলিত ভিডিওটি পাওয়া যায়।

সুতরাং, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের হাতাহাতির দৃশ্য দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিওটি ভিন্ন ঘটনার। প্রকৃতপক্ষে, ২০১৮ সালের জুনে ভারতের মধ্যপ্রদেশে ফুল বিক্রেতাদের মধ্যে হাতাহাতির ভিডিওকে কুয়েটে সংঘর্ষের বলে প্রচার করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

আজকের পত্রিকার নামে ছড়িয়ে পড়া এই ফটোকার্ডটি ভুয়া

মধ্যরাতে মাঝরাস্তায় বাঘকে মদ খাওয়ানোর চেষ্টা করছে মাতাল—ভাইরাল ভিডিওটি ফেক

পাকিস্তানি জেনারেলকে ‘ভারতের উত্তর-পূর্বাঞ্চলযুক্ত বাংলাদেশের পতাকা উপহারে’র দাবি নিয়ে যা বলল সিএ ফ্যাক্ট চেক

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

গোপালগঞ্জ সহিংসতা নিয়ে অসম্পর্কিত ভুয়া তথ্য ছড়াচ্ছে আ. লীগ: প্রেস উইং

নিহত সোহাগকে হিন্দু দাবি করে মিথ্যা প্রতিবেদন করেছে ভারতীয় গণমাধ্যম: প্রেস উইং

নাটকের দৃশ্যকে ধর্ষণের পর হত্যা দাবিতে প্রচার

পটুয়াখালীতে তরুণীকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার ভাইরাল ভিডিও সম্পর্কে যা জানা গেল

ইন্দুরকানীতে দেবর-ভাবিকে কুপিয়ে হত্যার ঘটনাটি কি রাজনৈতিক

ইটভাটায় যুবক ও চিতাবাঘের লড়াইয়ের ভিডিও বাংলাদেশের নয়, ভারতের