হোম > ছাপা সংস্করণ

অপপ্রচার চালিয়ে অগ্রগতি থামানো যাবে না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের উন্নয়ন ও অগ্রগতি বাধাগ্রস্ত করতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ষড়যন্ত্র চলছে দাবি করে ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

গতকাল শনিবার রাজধানীর কমলাপুরে ইনল্যান্ড কনটেইনার ডিপোতে (আইসিডি) শ্রমিক ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি দেখে জাতীয় ও আন্তর্জাতিক গোষ্ঠী চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র সপ্তম নৌবহর পাঠিয়েও বাংলাদেশের বিজয় আটকাতে পারেনি। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি এখনো মার্কিন-ব্রিটিশ বেনিয়াদের সহ‍্য হচ্ছে না। তারা টেনে ধরার ষড়যন্ত্র করছে।’

খালিদ চৌধুরী আরও বলেন, ষড়যন্ত্রকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়েও ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রকারীদের নিয়ে সবাইকে সজাগ থাকতে হবে। এ বছরের জুনে প্রধানমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধন করবেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘পঁচাত্তরের পর পদ্মা সেতু আমাদের অহংকার ও মর্যাদার জায়গায় নিয়ে গেছে।’

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জানান, পদ্মা সেতুর কানেক্টিং পয়েন্ট কমলাপুরের আইসিডিতে যুক্ত হলেও সমস্যা হবে না। রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। আইসিডি স্থানান্তর হলেও শ্রমিকদের কাজের সমস্যা হবে না। আরও আইসিডি প্রতিষ্ঠা করা হবে।

অনুষ্ঠানে আরও বক্তব‍্য দেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম‍্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান, আইসিডির ম‍্যানেজার আহমাদুল করিম প্রমুখ।

আরও পড়ুন:

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ