হোম > ছাপা সংস্করণ

ম্যাজিস্ট্রেট পরিচয়ে টাকা আদায়ের সময় ধরা

মির্জাপুর প্রতিনিধি

মির্জাপুরে ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে উপজেলা সদরের বংশাই রোডে ম্যাজিস্ট্রেট পরিচয়ে বিভিন্ন মিষ্টির দোকান থেকে টাকা নেওয়ার সময় তাঁকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) মীর্জা মো. জুবায়ের হোসেন তাঁকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেন। প্রতারক পুলিশের কাছে তাঁর নাম অসীম সরকার, বাড়ি নাটোর জেলার হরিশপুর গ্রামে বলে জানিয়েছেন।

জানা গেছে, গতকাল দুপুরে মির্জাপুর বাজারের বংশাই রোডে প্রথমে মা লক্ষ্মী মিষ্টান্ন ভান্ডার নামে একটি দোকান থেকে প্রতারক অসীম ম্যাজিস্ট্রেট পরিচয়ে ৫০০ টাকা হাতিয়ে নেন। পরে ওই রোডের বেশ কয়েকটি মিষ্টির দোকানে গিয়ে দোকানের নাম ও মালিকের নাম তাঁর ডায়েরিতে লিপিবদ্ধ করতে থাকেন। এ সময় মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেনকে খবর দিলে তিনি অসীমকে হাতেনাতে ধরে ফেলেন। পরে মির্জাপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মফিজুর রহমান জানান, আটক প্রতারকের নামে মামলা করা হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ