জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে বিশেষ নাটক ‘বনের পাপিয়া’। কবির লেখা একই নামের ছোটগল্প থেকে তৈরি হচ্ছে নাটকটি। ১০ আগস্ট থেকে শুটিং শুরু হবে।
নাটকটির নাট্যরূপ দিয়েছেন অভিনেতা খায়রুল আলম সবুজ। এ নাটকের কেন্দ্রীয় চরিত্র রমলা। রমলা চরিত্রেই অভিনয় করবেন ফারহানা মিলি। অভিনেত্রী জানিয়েছেন, রমলা হয়ে ওঠার জন্য এখন প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছেন তিনি। এর আগে এ চরিত্রে সূরাইয়া হুদা রাত্রি, গোলাম ফরিদা ছন্দা, সানজিদা প্রীতিসহ আরও অনেকেই অভিনয় করেছেন।
বিনোদনের খবর সম্পর্কিত পড়ুন: