হোম > পরিবেশ

২০২২ সালেই ঢাকার সব খাল উদ্ধার হবে: মন্ত্রী তাজুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, ২০২২ সালের মধ্যেই ঢাকা শহরের সব খাল দখলমুক্ত করা হবে। এ লক্ষ্যে দুই মেয়র ও সংশ্লিষ্ট সবাই কাজ শুরু করেছেন।

আজ শনিবার রাজধানীর বিটিসিএল খেলার মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষে ‘সেভ আর্থ সেভ বাংলাদেশ’ শীর্ষক প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী তাজুল ইসলাম। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। বিডি ক্লিন এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘যে অঞ্চলে তামাক চাষ হয় সে অঞ্চলের সব মানুষেরাও ক্ষতিগ্রস্ত হয়। সিগারেটের ফিল্টার পেট্রোলিয়াম পদার্থ হওয়ায় এটা মাটিকে দূষিত করছে। ফিল্টারের ওপরের কাগজ তৈরির জন্য হাজার হাজার গাছ কাটা হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সামগ্রিকভাবে সিগারেট একটা অমানবিক পণ্য। এ জন্য সব শ্রেণি-পেশার মানুষের উচিত এটিকে রুখে দেওয়া।’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সাংসদ নাহিদ ইজাহার খান, উত্তর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এস এম শরিফ-উল ইসলাম এবং স্থানীয় কাউন্সিলর মো. নাছির।

সভাপতির বক্তব্যে মেয়র আতিক সিগারেটের ওপর আরও বেশি কর আরোপ করার দাবি জানান। তিনি বলেন, ‘সিগারেটের ফিল্টার মাটিতে মিশে গাছের উর্বরতা কমছে। এর ফলে ফলফলাদি অপুষ্ট হচ্ছে। পানিতে মিশে বায়ুদূষণ বাড়াচ্ছে।’

শহরকে আরও বেশি বাসযোগ্য করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ শহরে যারা খাল দখল করে আছে, যারা শহরের সৌন্দর্য নষ্ট করছে তাদের বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হতে হবে। তরুণেরা এগিয়ে এলে এ দেশ আরও অনেক সুন্দর হবে।

বেভারেজ কোম্পানির মালিকদের উদ্দেশে তিনি বলেন, যাঁরা প্লাস্টিকের বোতল তৈরি করছেন আপনারা বোতলের একটা দাম ধরে দেবেন। এতে মানুষ বোতল ফেরত দেবে এবং সেগুলো রিসাইকেল করতে সুবিধা হবে। এ পদ্ধতিতে রাজধানীর জলাবদ্ধতা নিরসন সম্ভব হবে।

বায়ুদূষণে শীর্ষে ঢাকা, সতর্ক থাকতে পারেন যেভাবে

মেঘলা ঢাকার আকাশ, কুয়াশার দেখা মিলতে পারে

শীতে জবুথবু, কুয়াশায় দুর্ঘটনা

বায়ুদূষণ বেড়েছে ঢাকায়, বিপর্যস্ত কায়রো

ঢাকার তাপমাত্রা কমবে

বায়ু দূষণে তৃতীয় স্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

ঢাকায় সকালে তাপমাত্রা আবারও ১৬ ডিগ্রির ঘরে

সকালে সূর্যের দেখা নেই, কুয়াশাচ্ছন্ন ঢাকার আকাশ

ঢাকায় বেড়েছে বায়ুদূষণ, দুর্যোগপূর্ণ অবস্থায় কাবুল

পৌষ মাসে নেই শীতের দেখা, বেড়েছে ঢাকার তাপমাত্রা