হোম > পরিবেশ

আমি জীবনে একটা সিগারেট খাইনি, টানও দেইনি: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: 'আমি জীবনে একটা সিগারেট খাইনি, টানও দেইনি। ধূমপান নিয়ে ক্যাম্পেইনের কারণে আনুপাতিক হারে ধূমপায়ী অনেক কমে গেছে, তবে জনসংখ্যা বৃদ্ধির জন্য হয়তো সংখ্যায় কমেনি। দেশে এক সময় ৭০ শতাংশ লোক ধূমপান করতেন, এখন তা ৩৫ শতাংশে নেমে এসেছে। ধূমপান নিরুৎসাহিত করতে সরকার অনেক আইন করেছে, এখন প্রকাশ্যে ধূমপান অনেকেই করেন না। তবে ২০৪০ সালের মধ্যে দেশকে ধূমপান মুক্ত করতে সবাইকে আরও সোচ্চার হতে হবে।' আজ বুধবার ঢাকা রিপোর্টার ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনের 'তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের প্রয়োজনীয়তা' শীর্ষক ল রিপোর্টার ইউনিটির কর্মশালায় তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ আরও বলেন, 'দেশে ধূমপায়ী কমেছে, তবে মাদক ও ফেসবুক আসক্তি বেড়েছে। ধূমপান তো কমাতে হবে, সেই সঙ্গে মাদক ও ফেসবুক আসক্তিও কমাতে হবে। ধূমপায়ী নিজেকে তিলে তিলে ধ্বংস করে, তবে মাদক আসক্তি পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে। আর ফেসবুক আসক্তি পুরো সমাজকে অসুস্থ করে তোলে।'

কর্মশালায় আরও বক্তব্য রাখেন সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল, ঢাকা রিপোর্টার ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী, ল রিপোর্টার ইউনিটির সভাপতি মাশহুদুল হক প্রমুখ।

উল্লেখ্য, ল রিপোর্টার ইউনিটির তথ্য বলছে, ২০১৩ সালে তামাক নিয়ন্ত্রণের লক্ষ্যে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন পরিবর্তন করে সরকার। সেই সংশোধনীর আলাকে ২০১৫ সালে 'তামাক নিয়ন্ত্রণ বিধিমালা ২০১৫' পাশ করা হয়। সরকারের তত্ত্বাবধানে ২০০৯ সালের তুলনায় ২০১৭ সালে তামাক সেবনের হার কমে আসে। ২০১৬ সালে জাতীয় সংসদের সাহায্য নিয়ে 'ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস' নামে একটি সংগঠন দক্ষিণ এশীয় স্পীকার্স সম্মেলনের আয়াজন করে। এই সম্মেলনের উদ্দেশ্য ছিল টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় বাংলাদেশের অর্জন ও তামাক সেবনের কুফল সম্পর্কে সবাইকে সচেতন করা। সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪০ সালের ভেতরে তামাক মুক্ত দেশ প্রতিষ্ঠিত করার ঘোষণা দেন।

বায়ু দূষণে তৃতীয় স্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

ঢাকায় সকালে তাপমাত্রা আবারও ১৬ ডিগ্রির ঘরে

সকালে সূর্যের দেখা নেই, কুয়াশাচ্ছন্ন ঢাকার আকাশ

ঢাকায় বেড়েছে বায়ুদূষণ, দুর্যোগপূর্ণ অবস্থায় কাবুল

পৌষ মাসে নেই শীতের দেখা, বেড়েছে ঢাকার তাপমাত্রা

আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে জানাল আবহাওয়া অধিদপ্তর

বিশ্বব্যাংকের প্রতিবেদন: দক্ষিণ এশিয়ায় বায়ুদূষণে বছরে প্রাণ হারাচ্ছে ১০ লাখ মানুষ

ঢাকার বাতাস সবার জন্য অস্বাস্থ্যকর, আজও দূষণে শীর্ষে দিল্লি

বেড়েছে ঢাকার তাপমাত্রা, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় আজ সকালে তাপমাত্রা ১৬.৬