ঢাকা: ঘূর্ণিঝড় 'ইয়াস' আগামী সোমবার বাংলাদেশে আঘাত হানতে পারে । এ জন্য আগাম সতর্ক বার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে এটি কতটা ভয়ংকর হবে এখনই তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। এটি বাংলাদেশে না এসে ভারতের পশ্চিমবঙ্গেও আগে আঘাত হানতে পারে বলেও আভাস দিচ্ছে আবহাওয়া অফিস।
শুক্রবার সন্ধ্যা ৭টায় আজকের পত্রিকাকে এ সব তথ্য দিয়েছেন আবহাওয়াবিদ ওমর ফারুক। তিনি জানান, ৪ ধাপ শেষে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে। আগামী ২২ তারিখে প্রথমে লঘু চাপ হিসেবে বঙ্গোপসাগরে এটি আত্মপ্রকাশ করবে, সুস্পষ্ট লঘুচাপ, নিম্নচাপ, গভীর নিম্নচাপ সবশেষ এটি ঘূর্ণিঝড় হিসেবে সমতলে আঘাত হানতে পারে।
আবহাওয়া অফিসের তথ্য মতে, আগামীকালও দেশের মধ্যাঞ্চলে গরম থাকবে। অর্থাৎ ঢাকাসহ দেশের মধ্যবর্তী জেলাগুলোতে গরম অনুভুত হবে। তবে দেশের মধ্যাঞ্চল ছাড়া বাকি জেলাগুলোতে গরম কমেছে। শুক্রবারও রাজশাহীতে ৪২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বগুড়ায় হয়েছে ৩৬ মিলিমিটার।
আজ শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো গোপালগঞ্জে ৩৮ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় ২৪ ডিগ্রী সেলসিয়াস।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, সিলেট, চট্টগ্রামসহ কিছু জেলায় বৃষ্টিসহ ঝড়ো ও দমকা হাওয়া হতে পারে। কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে।