হোম > পরিবেশ

বঙ্গোপসাগরে লঘুচাপ, তাপমাত্রা বাড়বে সারা দেশে

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। তবে এটি ভয়ংকর কিছু নয়। সারা দেশে তাপমাত্রা বাড়তি থাকবে আরও দুই দিন। লঘুচাপটি থাকবে ২–৩ দিন। চাপটি উঠে গেলে ভারী বৃষ্টি হবে সারা দেশে। ঢাকায় মাঝে মাঝে বৃষ্টি হলেও ভ্যাপসা গরম বিরাজ করবে। এদিকে মৌসুমি বায়ু সারা দেশে বিস্তার শুরু করেছে। তাই বৃষ্টির আমেজ দেখা দেবে দেশজুড়ে। শুক্রবার আবহাওয়া অফিস এ সব তথ্য জানায়।

এই লঘুচাপের ব্যাপারে আগাম বার্তা দেওয়া হয়েছিল আবহাওয়ার ওয়েবসাইটে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টা দেশে তাপমাত্রা কিছুটা বাড়বে। থেকে থেকে বৃষ্টি হলেও তাপমাত্রা কমার সম্ভাবনা কম। বঙ্গোপসাগরের লঘুচাপের কারণে এমনটি হবে। তবে চাপটি উঠে গেলে সারা দেশে ভারী বৃষ্টিপাতের প্রবণতা দেখা দেবে।

আজ শুক্রবার আবহাওয়াবিদ আব্দুর রহমান আজকের পত্রিকাকে এ সব তথ্য দেন। তিনি জানান, ঢাকার আকাশ মেঘলা থাকবে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে আরও দুই দিন। বঙ্গোপসাগরের লঘুচাপটি ভয়ের কারণ নেই উল্লেখ করেন তিনি। বলেন এটি দুই-তিন দিন পর উঠে যাবে। সঙ্গে সঙ্গে দেশে ভারী বৃষ্টি শুরু হবে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় হালকা বৃষ্টি হবে। তবে তাপমাত্রা কমবে না। সেই সঙ্গে দেশের দু–একটি জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।

বিশ্বব্যাংকের প্রতিবেদন: দক্ষিণ এশিয়ায় বায়ুদূষণে বছরে প্রাণ হারাচ্ছে ১০ লাখ মানুষ

ঢাকার বাতাস সবার জন্য অস্বাস্থ্যকর, আজও দূষণে শীর্ষে দিল্লি

বেড়েছে ঢাকার তাপমাত্রা, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় আজ সকালে তাপমাত্রা ১৬.৬

ঢাকায় পড়েছে হালকা শীত

নতুন তথ্য বলছে, আমাদের ধারণার চেয়েও বেশি উষ্ণ হয়েছে পৃথিবী

দূষণ বাড়ছে বাতাসে, যেসব সতর্কতা অবলম্বন করতে পারেন

ঢাকায় তাপমাত্রা কমতে পারে

বিলুপ্তি থেকে বিশ্বের সবচেয়ে বড় বাঘের ফিরে আসার গল্পটি রুদ্ধশ্বাস

শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা বাস্তবায়নে সবার সহযোগিতা চাইলেন পরিবেশ উপদেষ্টা