হোম > পরিবেশ

উদ্যানে গাছ কাটার প্রতিবাদে গণপূর্ত অধিদপ্তরের সামনে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কেটে পরিবেশ ধ্বংসের প্রতিবাদে আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় গণপূর্ত অধিদপ্তরের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পরিবেশ রক্ষা স্কোয়াড 'পরিবেশ বীক্ষণ'।

মানববন্ধনে ফোনের মাধ্যমে যুক্ত হয়ে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) নির্বাহী সহ-সভাপতি ডা. আবদুল মতিন বলেন, সারাদেশের গাছের তথা বনাঞ্চলের পরিমান দিন দিন কমছে, যেখানে একটি ভূখন্ডের ২৫ শতাংশ বনাঞ্চল থাকার কথা সেখানে তা কমে গিয়েছে।

কারণে-অকারণে আজ বনভূমি উজার করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, দ্য স্টেট অব গ্লোবাল ফরেস্ট-২০১৮ বলেছে বাংলাদেশের মোট ভূখণ্ডের সাড়ে ১৩ শতাংশ বনভূমি। অপরদিকে মন্ত্রণালয়ের দাবি, দেশের মোট আয়তনের ১৭ শতাংশ বনভূমি।

গাছ কেটে দালান বানাতে পারবেন কিন্তু সেই দালান আপনার বেঁচে থাকার অক্সিজেন দেবে না বলে সতর্ক করে সভাপতির বক্তব্যে সংগঠনটির নেতা প্রিজম ফকির বলেন, গাছ বাঁচলেই আমরা বাঁচবো। উন্নয়ন মানে পরিবেশ ধ্বংস করে দালান, রেস্তোরাঁ নির্মাণ করা না। মনে রাখবেন প্রকৃতি কাউকে ছেড়ে কথা বলে না।

সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতারা বলেন, ঢাকা শহরে আজ মানুষ অক্সিজেনের অভাবে ভুগছে। অক্সিজেনের বদলে কার্বন ডাই-অক্সাইড অতিদ্রুত মাত্রায় বৃদ্ধি পাচ্ছে। যে কয়েকটি উদ্যান আছে, সেগুলোও উন্নয়নের থাবায় পড়েছে।

সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি ফয়েজ উল্লাহ, পরিবেশ বীক্ষনের সমন্বয়ক মুনিরা দিলশাদ ইলা, আসমানী আশা, কে এম মুত্তাকীসহ বিভিন্ন ইউনিটের সংগঠকরা। বেঁচে থাকার জন্য সুস্থ-সুন্দর পরিবেশ গড়ার অঙ্গীকার জ্ঞাপন করে সমাবেশ শেষ হয়।

আরও পড়ুন:

মাঘের আগেই কি শীত পালাবে, শৈত্যপ্রবাহ আর কত দিন

ঢাকায় বেড়েছে তাপমাত্রা, জানাল আবহাওয়া অধিদপ্তর

বেলা বাড়তেই বিপজ্জনক হয়ে উঠছে ঢাকার বাতাস, সবচেয়ে দূষিত ধানমন্ডি

কমতে পারে ঢাকার তাপমাত্রা, আকাশ থাকবে মেঘাচ্ছন্ন

দেশে সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রি, শৈত্যপ্রবাহ আরও কত দিন— জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় সকালে তাপমাত্রা আজও ১২ ডিগ্রির ঘরে

২২ জেলার ওপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ

ঢাকায় তাপমাত্রা বেড়েছে

শৈত্যপ্রবাহে হাড়কাঁপানো শীত, আরও কত দিন থাকবে জানাল আবহাওয়া অধিদপ্তর

আজ ঢাকায় শীতের দাপট আরও বেশি