হোম > পরিবেশ

নতুন বৈশ্বিক জলবায়ু চুক্তির মধ্য দিয়ে শেষ হলো `কপ ২৬' সম্মেলন 

নতুন বৈশ্বিক জলবায় চুক্তির মধ্য দিয়ে গ্লাসগোতে শেষ হলো বিশ্ব জলবায়ু সম্মেলন `কপ ২৬'। এই সম্মেলনে কয়লাসহ জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আনার প্রতিশ্রুতি দেন বিশ্বনেতারা। তবে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি প্রাকশিল্পায়ন যুগের তুলনায় ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আটকে রাখতে কার্বন গ্যাসের নির্গমন যতটা কমানো দরকার, ততটা প্রতিশ্রুতি এবারের সম্মেলনে আসেনি। জলবায়ু তহবিলের প্রতিশ্রুত অর্থ ছাড় বা জলবায়ুর ক্ষতি পোষাতে অর্থায়নের দাবিতেও শিল্পোন্নত দেশগুলোর কোনো প্রতিশ্রুতি আদায় করা যায়নি। 

গত শুক্রবার নির্ধারিত সময়ে খসড়া চুক্তি নিয়ে ঐকমত্য তৈরি না হওয়ায় বর্ধিত আলোচনা শেষে গতকাল শনিবার সন্ধ্যার পর গ্লাসগো জলবায়ু চুক্তি সর্বসম্মতভাবে গৃহীত হয়। খসড়া চুক্তিটি নিয়ে সবচেয়ে বড় বাধা ছিল ভারত। কয়লা ও জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর প্রস্তাবে কয়লার ওপর অতিনির্ভর দেশটি। তার সঙ্গে আপত্তি জানিয়েছিল চীন, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া, ইরানও। 

 চুক্তির একটি অনুচ্ছেদ নিয়ে আপত্তি তুলে ভারতের পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেন, জ্বালানির উৎস নিয়ে পরামর্শ দেওয়া জাতিসংঘের কাজ নয়। ভারতের মতো উন্নয়নশীল দেশগুলো কার্বন বরাদ্দের ন্যায্য ভাগ দাবি করে। 

তবে এই চুক্তিকে প্রয়োজনের তুলনায় কিছুই না বলে মনে করেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। একটি টুইট বার্তায় তিনি বলেছেন, বিশ্বকে বাঁচাতে এখন দরকার জরুরি পদক্ষেপ।

সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ জলবায়ু চুক্তির পর একটি টুইট বার্তায় বলেছেন, কপ ২৬ সম্মেলন শেষ। এর সারাংশ হলো: ব্লা, ব্লা, ব্লা। 

শীতের প্রকোপ বাড়ছে: ৭ জেলায় ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহ, থাকবে কত দিন

বায়ুদূষণে শীর্ষে ঢাকা, সতর্ক থাকতে পারেন যেভাবে

মেঘলা ঢাকার আকাশ, কুয়াশার দেখা মিলতে পারে

শীতে জবুথবু, কুয়াশায় দুর্ঘটনা

বায়ুদূষণ বেড়েছে ঢাকায়, বিপর্যস্ত কায়রো

ঢাকার তাপমাত্রা কমবে

বায়ু দূষণে তৃতীয় স্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

ঢাকায় সকালে তাপমাত্রা আবারও ১৬ ডিগ্রির ঘরে

সকালে সূর্যের দেখা নেই, কুয়াশাচ্ছন্ন ঢাকার আকাশ

ঢাকায় বেড়েছে বায়ুদূষণ, দুর্যোগপূর্ণ অবস্থায় কাবুল