দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও এর সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের ওপর ঘুরতে থাকা লঘুচাপটি সুস্পষ্ট হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর।
আর ভারতের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, শক্তি বেড়ে লঘুচাপটি আজ মঙ্গলবার সন্ধ্যা নাগাদ একই জায়গায় অবস্থান করে নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর তা আরও শক্তি সঞ্চার করে আগামীকাল বুধবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন পূর্ব-মধ্যম বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে ঘূর্ণিঝড় ‘মোখায়’ রূপ নিতে পারে।
বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ মঙ্গলবার সারা দেশে আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে সিলেট ও ময়মনসিংহের কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ ছাড়াও রাজশাহী নেত্রকোনা, খুলনা চুয়াডাঙ্গা, এবং কুষ্টিয়া জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তীব্র তাপ প্রবাহ ও অন্যান্য জেলার ওপর দিয়ে প্রবাহিত হওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকবে।
আবহাওয়া সম্পর্কিত আরও পড়ুুন: