হোম > বিনোদন > টেলিভিশন

নতুন অভিনয়শিল্পীর খোঁজে ‘দীপ্ত স্টার হান্ট’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

সংবাদ সম্মেলনে কথা বলছেন তারিক আনাম খান। ছবি: সংগৃহীত

অভিনয়ে প্রতিভাবানদের খুঁজে বের করতে দীপ্ত টেলিভিশনের আয়োজনে শুরু হচ্ছে রিয়েলিটি শো ‘দীপ্ত স্টার হান্ট’। ১০ জানুয়ারি শুরু হয়েছে নিবন্ধনপ্রক্রিয়া। নিবন্ধন করা যাবে ২৫ জানুয়ারি পর্যন্ত।

অভিনয়ে প্রতিভাবানদের খুঁজে বের করতে দীপ্ত টেলিভিশনের আয়োজনে শুরু হচ্ছে রিয়েলিটি শো ‘দীপ্ত স্টার হান্ট’। প্রতিযোগিতায় সেরা প্রতিযোগীরা পাবেন দীপ্ত টিভি সিরিজ, ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম ও বড় পর্দায় কাজের সুযোগ।

গতকাল দীপ্ত টেলিভিশনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দীপ্ত স্টার হান্ট রিয়েলিটি শো নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়। আয়োজকেরা জানিয়েছেন, ১০ জানুয়ারি শুরু হয়েছে নিবন্ধনপ্রক্রিয়া। নিবন্ধন করা যাবে ২৫ জানুয়ারি পর্যন্ত। এরপর ২৭ জানুয়ারি থেকে দীপ্ত টেলিভিশন প্রাঙ্গণে প্রতিযোগীদের ‘গ্রুমিং’ শুরু হবে। এই লিংক থেকে আয়োজনে অংশ নিতে ইচ্ছুকেরা রেজিস্ট্রেশন করতে পারবেন। এই আয়োজনে প্রধান বিচারকের দায়িত্বে থাকবেন অভিনেতা তারিক আনাম খান। তাঁর সঙ্গে থাকবেন নির্মাতা শিহাব শাহীন।

দীপ্ত স্টার হান্ট প্রতিযোগিতার আয়োজক ও বিচারকেরা। ছবি: সংগৃহীত

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দীপ্ত টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাসনুভা আহমেদ টিনা, তারিক আনাম খান, শিহাব শাহীন, ‘দীপ্ত স্টার হান্ট’ প্রজেক্টের সুপারভাইজার তানভীর খান এবং নির্বাহী প্রযোজক সাইফুর রহমান প্রমুখ।

মোশাররফ করিম এবার স্ট্যান্ডআপ কমেডিয়ান

১ ডিসেম্বর চ্যানেল আইয়ে ব্যান্ড ফেস্ট

লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০২৫-এর সেরা ৫

এবার অর্থ প্রতারণার অভিযোগ তিশার বিরুদ্ধে

আমাকে সেখানেই পাওয়া যাবে, যেখানে চরিত্রের গুরুত্ব থাকবে: সুনেরাহ বিনতে কামাল

পলাশের ডাকবাক্স ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামে বসবে ব্রেস্ট ফ্রিডিং কর্নার

মরুর বুকে বাংলার ঘ্রাণ ‘রিয়াদ বাংলাদেশ থিয়েটার’

ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া

হ‌ুমায়ূন আহমেদের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন

বিয়ে করলেন প্রিয়াঙ্কা জামান