হোম > বিনোদন > টেলিভিশন

‘পার্সেল’ নিয়ে আসছে নিলয়-তানিয়া জুটি

বিনোদন প্রতিবেদক, ঢাকা

নিলয় আলমগীর ও তানিয়া বৃষ্টি। ছবি: সংগৃহীত

ইতিমধ্যে জনপ্রিয় হয়েছে তানিয়া বৃষ্টি ও নিলয় আলমগীর জুটি। এই জুটি অভিনীত জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে ‘সুখের স্যুটকেস’, ‘ঘরজামাই’, ‘আপন পর’, ‘ক্র্যাক গার্ল’, ‘বউয়ের মন পুলিশ পুলিশ’ ইত্যাদি। এবার এই জুটি নিয়ে নতুন নাটক নির্মাণ করলেন নাজমুল রনি। নাটকের নাম ‘পার্সেল’। একটি পার্সেলকে কেন্দ্র করে এগিয়েছে নাটকের গল্প। রচনা করেছেন অনামিকা মন্ডল।

পরিচালক নাজমুল রনি বলেন, ‘অভিনেতা হিসেবে নিলয় আলমগীর ইতিমধ্যে নিজেকে প্রমাণ করেছেন। তানিয়া বৃষ্টিও এখন অভিনয়ে পরিপক্ব। তাঁকে দিয়ে যেকোনো চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করানো যায়। আমি এর আগে তানিয়াকে নিয়ে একটি নাটক নির্মাণ করেছি। এটা বলতেই হয় যে কাজের প্রতি তাঁর ডেডিকেশনই আজ তাঁকে এই অবস্থানে নিয়ে এসেছে। পার্সেল নাটকে নিলয় ও তানিয়া বৃষ্টি জুটি দারুণ অভিনয় করেছেন। তাঁদের অভিনয় এবং গল্প দর্শকদের মন জয় করবে বলে আমার বিশ্বাস।’

তানিয়া বৃষ্টি বলেন, ‘পার্সেল নাটকের গল্পটা আমার কাছে ব্যতিক্রম মনে হয়েছে। একটি পার্সেলকে কেন্দ্র করে মূলত নাটকের গল্প এগিয়ে যায়। আমার চরিত্রটি কখনো স্বাভাবিক, কখনো অস্বাভাবিক হয়ে ওঠে। পরিচালকের সঙ্গে আলোচনা করে চরিত্রটির জন্য নিজেকে তৈরি করেছি। সাধ্যমতো চেষ্টা করেছি, চরিত্রটি শতভাগ ফুটিয়ে তোলার। আমি চাইছি, একই ঘরানার নাটকে আবদ্ধ না থেকে নানা ধরনের চরিত্রের নাটকে অভিনয় করতে। ভবিষ্যতেও দর্শক আমাকে ব্যতিক্রমধর্মী বিভিন্ন চরিত্রে দেখতে পাবেন।’

অভিনেতা নিলয় আলমগীর বলেন, ‘পার্সেল একটি ভিন্ন ধরনের গল্পের নাটক। তানিয়া বৃষ্টি আর আমার অভিনীত অনেক নাটক দর্শক পছন্দ করেছেন। এই নাটকটিও দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারবে বলে আমার বিশ্বাস।’

নির্মাতা নাজমুল রনি জানিয়েছেন, পার্সেল নাটকটি শিগগির একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে, এরপর ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

মোশাররফ করিম এবার স্ট্যান্ডআপ কমেডিয়ান

১ ডিসেম্বর চ্যানেল আইয়ে ব্যান্ড ফেস্ট

লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০২৫-এর সেরা ৫

এবার অর্থ প্রতারণার অভিযোগ তিশার বিরুদ্ধে

আমাকে সেখানেই পাওয়া যাবে, যেখানে চরিত্রের গুরুত্ব থাকবে: সুনেরাহ বিনতে কামাল

পলাশের ডাকবাক্স ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামে বসবে ব্রেস্ট ফ্রিডিং কর্নার

মরুর বুকে বাংলার ঘ্রাণ ‘রিয়াদ বাংলাদেশ থিয়েটার’

ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া

হ‌ুমায়ূন আহমেদের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন

বিয়ে করলেন প্রিয়াঙ্কা জামান