হোম > বিনোদন > টেলিভিশন

টিভিতে পূজার আয়োজন

উৎসব-আমেজে কাটছে শারদীয় দুর্গা উৎসব। বিসর্জনের আনন্দাশ্রুতে আজ বিদায় নেবেন মা দুর্গা। বিজয়া দশমীতে টিভি চ্যানেলগুলো আজ প্রচার করবে বিশেষ অনুষ্ঠান।

বিটিভি

দুর্গাপূজা উপলক্ষে আজ রাত ৯টায় বিটিভিতে প্রচারিত হবে ‘শারদ আনন্দ’। তারকাদের আড্ডা, ব্যান্ড শো, গেম শো, কীর্তন, নৃত্য ও নতুন নতুন গান দিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। উপস্থাপনা করেছেন ঊর্মিলা শ্রাবন্তী কর ও শিপন মিত্র। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন এল রুমা আকতার।

এটিএন বাংলা

সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে এটিএন বাংলায় রয়েছে ‘বিশ্ব ভরা প্রাণ’। শিল্পীদের নাচ, গান, রেসিপি, পূজার ফ্যাশন আর তারকাদের স্মৃতিচারণায় সাজানো হয়েছে অনুষ্ঠানটি। সেলিম দৌলা খানের পরিকল্পনা ও পরিচালনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন তন্ময় তানিয়া।

বাংলাভিশন

সকাল ৮টা ৩০ মিনিটে ‘দিন প্রতিদিন’-এর বিশেষ পর্বে থাকবেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত। পূজা আয়োজন, ব্যবস্থাপনা ও উদযাপন নিয়ে কথা বলেছেন তিনি।

বৈশাখী

রাত ৯টা ৩০ মিনিটে থাকছে ফোক লাইভের বিশেষ আয়োজন। অংশ নেবেন কণ্ঠশিল্পী সন্দীপন ও সিলেটের ফোকশিল্পী সুস্মিতা দে।  উপস্থাপনায় ফারিন অথৈ, প্রযোজনা লিটু সোলায়মান।

মাছরাঙা

রাত ১০টা ৩০ মিনিটে রয়েছে নাটক ‘বেহুলা পরম্পরা’। স্বাধীন শাহর রচনা এবং বর্ণ নাথের পরিচালনায় অভিনয় করেছেন নাঈম, ফারহানা মিলি, শহীদুল্লাহ সবুজ ও শিল্পী সরকার অপু। গরিব ঘরের মেয়ে বেহুলা বাসরঘরেই বুঝতে পারে তার স্বামী রামনাথ মাদকাসক্ত। পরদিন থেকে বেহুলা মুখোমুখি হয় আরও কঠিন বাস্তবতার। স্বামীকে সুস্থ করে তোলার প্রতিজ্ঞায় শহরের পথে যাত্রা করে বেহুলা।

মঞ্চে আসছে ফারুক আহমেদ নির্দেশিত প্রথম নাটক ‘রঙমহাল’

বিজয় দিবসের টিভি আয়োজন

নাটক প্রযোজনায় শামীম হাসান

বিজয় দিবসের নাটকে মৌ

ফেসবুক পোস্টের গল্প থেকে নাটক, কেন্দ্রীয় চরিত্রে অহনা

রাবেয়া খাতুনের সখিনাকে খুঁজছেন আবুল হায়াত

মোশাররফ করিম এবার স্ট্যান্ডআপ কমেডিয়ান

১ ডিসেম্বর চ্যানেল আইয়ে ব্যান্ড ফেস্ট

লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০২৫-এর সেরা ৫

এবার অর্থ প্রতারণার অভিযোগ তিশার বিরুদ্ধে