হোম > বিনোদন > টেলিভিশন

বিটিভির দুই নাটকে আবুল হায়াত, পরিকল্পনা করছেন নতুন নাট্য নির্মাণের

বিনোদন প্রতিবেদক, ঢাকা

আবুল হায়াত। ছবি: সংগৃহীত

নাটকে অভিনয় কমিয়ে দিয়েছেন অভিনেতা, নাট্যকার ও নাট্যনির্দেশক আবুল হায়াত। ভালো গল্প ও চরিত্র পেলে কাজ করতে চান তিনি। এ বিষয়ে তিনি বলেন, ‘এখন আগের মতো টানা কাজ করার আগ্রহ পাই না। বয়স বেড়েছে; শরীরটাকে বিশ্রাম দেওয়া দরকার। অভিনয় ছাড়া তো থাকতে পারব না। তাই ভালো গল্প আর পছন্দসই চরিত্র হলে অভিনয় করতে চাই।’

সম্প্রতি বাংলাদেশ টেলিভিশনের দুটি নাটকে অভিনয় করলেন আবুল হায়াত। একটি বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের জন্য নির্মিত একক নাটক ‘দ্রোহ’। অন্যটি বিটিভির ঢাকা কেন্দ্রের জন্য তৌকীর আহমেদের রচনা ও নির্দেশনায় নির্মিত ধারাবাহিক ‘ধূসর প্রজাপতি’।

দ্রোহ নাটকটি রচনা করেছেন আহসান আলমগীর, নির্দেশনা দিয়েছেন ইলন সফির। ২৫ ও ২৬ জুলাই চট্টগ্রামের বিটিভি ভবনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। আবুল হায়াত ছাড়াও এই নাটকে অভিনয় করেছেন আরজুমান্দ আরা বকুল, হাফিজুর রহমান সুরুজ, রমিজ রাজু, সৈয়দা নওশীন ইসলাম দিশা ও আরজুমান্দ আরা বকুলের মেয়ে মারিয়া ফারিহা উপমা।

দ্রোহ নিয়ে আবুল হায়াত বলেন, ‘দ্রোহ নাটকটির গল্প সুন্দর। আমাদের জীবনেরই গল্প। এ ধরনের গল্পে কাজ করতে ভালো লাগে। তা ছাড়া চট্টগ্রামে গিয়ে কাজ করতে একটু বেশি ভালো লাগে। কারণ, সবার অংশগ্রহণে একটা মিলনমেলা হয়।’

ধূসর প্রজাপতি ধারাবাহিকটির শুটিং হয়েছে গত মাসে গাজীপুরের নক্ষত্রবাড়ি রিসোর্টে। এই ধারাবাহিকে অভিনয় করেছেন আবুল হায়াত, শ্যামল মাওলা, আইশা খান, দিলারা জামান, ডলি জহুর, মীর রাব্বি, সাবরিনা আজাদ ও তনুশ্রী দত্ত।

আগামী মাসের শুরুতে একটি বিজ্ঞাপনের শুটিং করার কথা রয়েছে আবুল হায়াতের। এ ছাড়া তিনি পরিকল্পনা করছেন নিজের নতুন নাটক নির্মাণের। গল্প হতে পারে প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন অথবা আবুল হায়াতের। গল্প বাছাই হলে শুরু করবেন চিত্রনাট্য রচনা; এরপর শুটিং।

মোশাররফ করিম এবার স্ট্যান্ডআপ কমেডিয়ান

১ ডিসেম্বর চ্যানেল আইয়ে ব্যান্ড ফেস্ট

লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০২৫-এর সেরা ৫

এবার অর্থ প্রতারণার অভিযোগ তিশার বিরুদ্ধে

আমাকে সেখানেই পাওয়া যাবে, যেখানে চরিত্রের গুরুত্ব থাকবে: সুনেরাহ বিনতে কামাল

পলাশের ডাকবাক্স ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামে বসবে ব্রেস্ট ফ্রিডিং কর্নার

মরুর বুকে বাংলার ঘ্রাণ ‘রিয়াদ বাংলাদেশ থিয়েটার’

ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া

হ‌ুমায়ূন আহমেদের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন

বিয়ে করলেন প্রিয়াঙ্কা জামান