হোম > বিনোদন > টেলিভিশন

ঈদে নাটকে ও নৃত্যানুষ্ঠানে শখ

বিনোদন প্রতিবেদক, ঢাকা

আনিকা কবির শখ। ছবি: সংগৃহীত

বিরতি শেষে আবার অভিনয়ে ব্যস্ত হয়েছেন অভিনেত্রী আনিকা কবির শখ। এবার রোজার ঈদ উপলক্ষে অভিনয় করেছেন একাধিক নাটকে। ঈদ উপলক্ষে নির্মিত শহীদ উন নবীর পরিচালনায় ‘এক্সকিউজ মি’ ও ‘মায়ার ভালোবাসা’ নাটকে দেখা যাবে তাঁকে। নাটক ছাড়াও ঈদে শখকে বিটিভির দুটি নাচের অনুষ্ঠানে পারফর্ম করতে দেখা যাবে।

আনিকা কবির শখ বলেন, ‘নবী ভাইয়ের পরিচালনায় এর আগেও আমি নাটকে অভিনয় করেছি। তাঁর গল্পগুলো সমসাময়িক হয়। যে কারণে অভিনয় করতে ভীষণ ভালো লাগে। ঈদের জন্য যে দুটি নাটকে অভিনয় করেছি, সে গল্পগুলো বেশ সুন্দর। খুব আশাবাদী দুটি নাটক নিয়েই। নাটকের পাশাপাশি বিটিভির জন্য নির্মিত নাচের অনুষ্ঠানে পারফর্ম করেছি। যেহেতু আমি নাচের মানুষ, তাই নাচের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে সব সময় ভালো লাগে। দর্শকের কাছে অনুরোধ থাকবে নাটক ও নাচের অনুষ্ঠানে আমার পারফরম্যান্স উপভোগ করার জন্য।’

বিজ্ঞাপনেও ব্যস্ত সময় কাটছে শখের। কিছুদিন আগে আবুল হায়াত, দিলারা জামান ও ইমনের সঙ্গে একটি নতুন বিজ্ঞাপনে মডেল হয়েছেন। শখ জানান, ঈদের পরেই তিনি একটি প্রসাধনী পণ্যের বিজ্ঞাপনে মডেল হবেন, নির্মাণ করবেন ভারতীয় একজন পরিচালক।

‘ইত্যাদি’র নতুন পর্ব এবার চুয়াডাঙ্গায়

‘মহাশূন্যে সাইকেল’ নাটকের চার দিনে সাত প্রদর্শনী

দর্শক চায় বাস্তবজীবনেও আমাদের জুটি হোক

নির্ধারিত সময়ের দুই দিন পর শুরু হচ্ছে নবীন প্রবীণ নাট্যমেলা

মঞ্চে আসছে ফারুক আহমেদ নির্দেশিত প্রথম নাটক ‘রঙমহাল’

বিজয় দিবসের টিভি আয়োজন

নাটক প্রযোজনায় শামীম হাসান

বিজয় দিবসের নাটকে মৌ

ফেসবুক পোস্টের গল্প থেকে নাটক, কেন্দ্রীয় চরিত্রে অহনা

রাবেয়া খাতুনের সখিনাকে খুঁজছেন আবুল হায়াত