হোম > বিনোদন > গান

‘হে পাথর’ গাইলেন বাপ্পা

প্রকাশ পেল বাপ্পা মজুমদারের নতুন গান ‘হে পাথর’। গানটি প্রকাশের আগে ফেসবুকে একটি বাক্য ঘুরপাক খাচ্ছিল। যেখানে লেখা, ‘নিকুচি করি আমি’। প্রায় কাছাকাছি সময়ে সংগীতশিল্পী বাপ্পা মজুমদার, শফিক তুহিন, ন্যানসি, জয় শাহরিয়ার, রাফা, গীতিকার শাহান বন্ধ, মহসীন মেহেদীসহ আরও অনেকে এই লাইনটি পোস্ট করেন।

এরপর থেকেই লাইনটি নিয়ে অনেকের মনে কৌতূহলের সৃষ্টি হয়। তবে আজ সন্ধ্যা ৭টায় বাপ্পার নিজের ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে ‘হে পাথর’ গানটি প্রকাশ হয়। গানেরই একটি লাইন ‘নিকুচি করি আমি’। তখনই খোলাসা হয় সকলের এই একই পোস্ট করার কারণ।

কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির সুর-সংগীতায়োজনও করেছেন বাপ্পা মজুমদার নিজেই। কথা লিখেছেন মহসীন মেহেদী। গানের কথায় ও ভিডিওতে উঠে এসেছে ধর্ম, সংঘাত, শক্তি প্রভৃতি বিষয়।

গানটির রেকর্ডিং হয়েছে বাপ্পার বিএমজ ওয়ার্ক স্টেশনে। গানটির ভিডিও তৈরি করেছেন বিনি ইয়ামিন সিয়াম ও তার দল। বাপ্পা ভক্তরা অপেক্ষায় আছেন গানটির জন্য।

তুমুল হট্টগোলে ফরিদপুরে পণ্ড হলো কনসার্ট, আয়োজকদের দুষলেন জেমস

১০ ব্যান্ডের নতুন গান নিয়ে বিটিভিতে ব্যান্ড উৎসব

সম্মানী না পাওয়ার অভিযোগ মতিন চৌধুরীর, অস্বীকার করলেন দীপন

বড়দিন উপলক্ষে শিল্পকলায় বিশেষ আয়োজন

নতুন গান নিয়ে আসছেন পান্থ কানাই

হাদির জন্য গান

বাপ্পা মজুমদারের নতুন গান ‘এই ব্যথা’

ঢাকায় দুই কনসার্টে গাইলেন আতিফ আসলাম

হাসপাতাল থেকে ফিরে অভিমানী নচিকেতা

জয়তী ও সমরজিতের ‘যদি অকারণ’