হোম > বিনোদন > গান

‘হে পাথর’ গাইলেন বাপ্পা

প্রকাশ পেল বাপ্পা মজুমদারের নতুন গান ‘হে পাথর’। গানটি প্রকাশের আগে ফেসবুকে একটি বাক্য ঘুরপাক খাচ্ছিল। যেখানে লেখা, ‘নিকুচি করি আমি’। প্রায় কাছাকাছি সময়ে সংগীতশিল্পী বাপ্পা মজুমদার, শফিক তুহিন, ন্যানসি, জয় শাহরিয়ার, রাফা, গীতিকার শাহান বন্ধ, মহসীন মেহেদীসহ আরও অনেকে এই লাইনটি পোস্ট করেন।

এরপর থেকেই লাইনটি নিয়ে অনেকের মনে কৌতূহলের সৃষ্টি হয়। তবে আজ সন্ধ্যা ৭টায় বাপ্পার নিজের ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে ‘হে পাথর’ গানটি প্রকাশ হয়। গানেরই একটি লাইন ‘নিকুচি করি আমি’। তখনই খোলাসা হয় সকলের এই একই পোস্ট করার কারণ।

কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির সুর-সংগীতায়োজনও করেছেন বাপ্পা মজুমদার নিজেই। কথা লিখেছেন মহসীন মেহেদী। গানের কথায় ও ভিডিওতে উঠে এসেছে ধর্ম, সংঘাত, শক্তি প্রভৃতি বিষয়।

গানটির রেকর্ডিং হয়েছে বাপ্পার বিএমজ ওয়ার্ক স্টেশনে। গানটির ভিডিও তৈরি করেছেন বিনি ইয়ামিন সিয়াম ও তার দল। বাপ্পা ভক্তরা অপেক্ষায় আছেন গানটির জন্য।

ঢাকায় দুই কনসার্টে গাইলেন আতিফ আসলাম

হাসপাতাল থেকে ফিরে অভিমানী নচিকেতা

জয়তী ও সমরজিতের ‘যদি অকারণ’

প্রেম, বিচ্ছেদ ও স্মৃতির দোলাচলে ‘পালে লাগে নারে হাওয়া’

জুবিন গর্গের মৃত্যুর চার্জশিট দাখিল, চারজনের বিরুদ্ধে খুনের অভিযোগ

৬ ইয়াং স্টারকে নিয়ে ৩ বিচারকের গান

বাতিল হলো আতিফ আসলামের কনসার্ট, হতাশ শিল্পীরা

সংগীত নিয়ে রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা জানতে চান হামিন আহমেদ

বিজয়ের মাসে সুমীর চার গান

যৌথ আয়োজনে হবে আতিফ আসলামের কনসার্ট