হোম > বিনোদন

তারকার পছন্দ

শ্রেয়া ঘোষালের পছন্দের দুই কমেডি সিরিজ

বিনোদন ডেস্ক

সিনফেল্ড

সিনফেল্ড সিরিজ নিয়ে সংগীতশিল্পী শ্রেয়া ঘোষালের মত, ‘এ সিরিজ দেখার যে মজা, সেই আনন্দটা পাওয়ার জন্যই এটা বারবার দেখি। কমেডি গল্প আমার খুব পছন্দের। তাই সিনফেল্ড আর মডার্ন ফ্যামিলির মতো আমেরিকান সিটকমের ভক্ত আমি। জীবনের কোনো বিষণ্ন দিনেও এসব সিরিজ মুখে হাসি ফুটিয়ে তোলে।’

সিনফেল্ড বেশ আগের টিভি সিরিজ। ১৯৮৯ সালে এনবিসি চ্যানেলে শুরু হয়েছিল প্রচার। ৯টি সিজনের মাধ্যমে ১৯৯৮ সালে শেষ হয় প্রচার। সর্বকালের অন্যতম সেরা আমেরিকান সিরিজ হিসেবে বিবেচনা করা হয় সিনফেল্ডকে। কোনো নির্দিষ্ট গল্প নয়, বরং চার বন্ধুর প্রতিদিনের দৈনন্দিন জীবনযাপন কমেডির মোড়কে তুলে আনা হয়েছে এতে।

দ্য অফিস

বিবিসি নির্মিত ব্রিটিশ সিটকম ‘দ্য অফিস’-এ উঠে এসেছে এক পেপার কোম্পানির কর্মচারীদের প্রতিদিনের জীবনের গল্প। সমাজের নানা অসংগতি, মানুষের বিচিত্র ব্যবহার, হতাশা, খ্যাতি—নানা বিষয় নিয়ে নির্মিত সিরিজটি ২০০১ সালে প্রথম যখন প্রচারিত হয়, তেমন সাফল্য পায়নি। তবে দিন যত গেছে, জনপ্রিয়তা বেড়েছে। ৮০টির বেশি দেশে প্রচারিত হয়েছে দ্য অফিস। একবিংশ শতাব্দীর অন্যতম সেরা সিরিজ হিসেবে বিবেচনা করা হয় এটিকে। সিরিজটি নিয়ে শ্রেয়া ঘোষাল বলেন, ‘ব্যস্ত শিডিউলের কারণে ইদানীং কোনো সিনেমা-সিরিজ দেখতে পারছি না। তবে যখনই অবসর পাই, বাসায় থাকলে দ্য অফিস সিরিজ দেখি প্রায়ই। একধরনের স্বাভাবিক হাস্যরসের কারণে বারবার দেখতেও ভালো লাগে।’

অবশেষে জাস্টিন ট্রুডো-কেটি পেরির প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা এল, ইন্টারনেটে তোলপাড়

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

রাক্ষস সিনেমায় অভিনয়ের গুঞ্জন নাকচ করলেন ইধিকা

প্রকাশিত হলো শিরোনামহীনের ‘এই অবেলায় ২’

হারমোনি অব ফ্রেন্ডশিপে সোনার বাংলা সার্কাস

‘মিশন: ইম্পসিবল’সহ এসেছে যেসব সিনেমা-সিরিজ

বিয়ে নিয়ে গুঞ্জন ছড়ালেন কনা

বছর শেষে তানজিকার দুই ওয়েব ফিল্ম

আতিফের সঙ্গে একই মঞ্চে গাইবে ব্যান্ড নেমেসিস ও ফুয়াদ

অ্যাভাটারে এআই ব্যবহার করেননি ক্যামেরন