হোম > বিনোদন

ভৈরবের মঞ্চে সোমবার ‘মরীচিকার শহর’

ভৈরবে আট দিনব্যাপী একুশে বই মেলায় আগামীকাল সোমবার মঞ্চস্থ হবে নাটক ‘মরীচিকার শহর’। রাত ৮টায় সরকারি কেবি পাইলট হাইস্কুল মাঠে নাটকটি মঞ্চস্থ হবে। ‘মনের খোড়াক নাট্যদল, ভৈরব’ এর প্রযোজনায় নাটকটি রচনা করেছেন ডা. শাকুর মাহমুদ এবং নাটকটির নির্দেশনা দিয়েছেন জনি আলম। 

নাটক সত্য প্রকাশের ও চিন্তার বিকাশের মাধ্যম। সমাজের একটি খণ্ডচিত্র প্রকাশ পায় নাটকে। বর্তমান পরিস্থিতিতে সমাজের ভালো মানুষেরা হয়ে পড়েছেন কোণঠাসা। 

এদিকে বহুরূপী চরিত্রের ভণ্ড মানুষদের সামাজিক মর্যাদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ‘মরীচিকার শহর’ যেন তেমনই এক ঘুনে ধরা সমাজের প্রতিচ্ছবি। এমনই এক সামাজিক চিত্র নিয়েই ‘মনের খোড়াক নাট্যদল, ভৈরব’–এর নাটক ‘মরীচিকার শহর’। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন—শামসুল হক বাদল, এম. আর. রুবেল, মফিজুল ইসলাম মাহফুজ, জনি আলম, নুরুজ্জামান রানা, আল আমিন নাজির, নজরুল ইসলাম রিপন, ইমরান হোসাইন, রাহিম আহমেদ, রাকিব হোসাইন, রাজন আহমেদ রিপু, সাইদুর রহমান সাইফ, রনি বিশ্বাস, ওয়াহিদ চৌধুরী সৈকত ও ইয়াছিন অপি প্রমুখ। 

ভৈরব বইমেলা পরিষদের আয়োজনে গত বৃহস্পতিবার থেকে কিশোরগঞ্জের ভৈরবে শুরু হয়েছে ৮ দিনব্যাপী ২৬ তম একুশে বইমেলা। সরকারি কেবি পাইলট হাইস্কুল মাঠে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলছে। মেলার মঞ্চে প্রতিদিনই রয়েছে বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনা। মেলা চলবে আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের মেলায় ২৪টি স্টল অংশ নিয়েছে।

শুরু হচ্ছে তারকাবহুল ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার শুটিং

৬ ইয়াং স্টারকে নিয়ে ৩ বিচারকের গান

রটারড্যাম উৎসবে ‘দেলুপি’

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

অলীকের কথায় হাবিবের গান

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ইউরোভিশন ট্রফি ফিরিয়ে দিলেন নেমো

জয়া ও রুনার ফটোশুট নিয়ে চুমকির সমালোচনা

সৌদির রেড সি ফেস্টিভ্যালে সেরা রোহিঙ্গা ভাষার ‘লস্ট ল্যান্ড’

বাতিল হলো আতিফ আসলামের কনসার্ট, হতাশ শিল্পীরা