জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের বার্তা বিভাগের প্রযোজনায় নির্মিত হয়েছে ‘সোনার বাংলা বিনির্মাণে বঙ্গবন্ধুর অসমাপ্ত যাত্রা’। সম্প্রতি ধারাবাহিক পর্বগুলো পুস্তক আকারে প্রকাশিত হয়েছে। মুদ্রিত সংস্করণের প্রতিটি পর্বের সঙ্গে আছে একটি করে কিউআর কোড। এই কোড স্ক্যান করলেই ফেসবুকের মাধ্যমে পর্বগুলো ভিডিও আকারে দেখা যাবে। তথ্যবহুল এই ধারাবাহিকগুলো থেকে নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর জীবন, কর্ম ও আদর্শ সম্পর্কে জানতে পারবে। এই প্রকাশনায় রয়েছে মোট ১০০টি পর্ব। ধারাবাহিকটির গবেষণা ও সম্পাদনা করেছেন উপ মহাপরিচালক (বার্তা) অনুপ খাস্তগীর। তিনি জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আর্কাইভ, বিশিষ্ট জনের সাক্ষাৎকার ও ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদ থেকে তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে।