চলছে বৃষ্টি ঝরার মাস। এমন দিনে বৃষ্টি নিয়ে নতুন গান প্রকাশ করলেন কণ্ঠশিল্পী শারমিন কেয়া। গানের শিরোনাম ‘বৃষ্টি যদি না থামে’। ‘আজ আর বৃষ্টি যদি না থামে/ অঝোর ধারায় অবিরত ঝরে/ বৃষ্টিফোঁটা গায়ে মেখে/ তোমায় জড়িয়ে নেব’—এমন কথার গানটি লিখেছেন তারেক আনন্দ। সুর ও সংগীত আয়োজন করেছেন সজীব দাস।
নতুন এই গান নিয়ে শারমিন কেয়া বলেন, ‘বৃষ্টির এই সময়ে ভালো লাগার মতো একটি বৃষ্টির গান শ্রোতাদের উপহার দিলাম। আশা করি, সবার ভালো লাগবে।’
গীতিকার তারেক আনন্দ বলেন, ‘বৃষ্টির প্রতি আমি ভীষণ দুর্বল। বৃষ্টি নিয়ে আমার বেশ কয়েকটি গান প্রকাশিত হয়েছে। এই গানের কথাগুলো আমার ভিন্ন এক ভালোবাসার প্রকাশ ঘটেছে। আমার বিশ্বাস, গানটি শ্রোতাদের মনে জায়গা করে নেবে।’
সজীব দাস বলেন, ‘গানের কথাগুলো যেমন সুন্দর, তেমনি চেষ্টা করেছি সুন্দর সুর ও সংগীত করার। শ্রোতাদের ভালো লাগলেই আমাদের চেষ্টা সার্থক হবে।’
শারমিন কেয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে ‘বৃষ্টি যদি না থামে’ শিরোনামের গানটি। পাশাপাশি শোনা যাচ্ছে বিভিন্ন অডিও ডিজিটাল প্ল্যাটফর্মে।