হোম > বিনোদন

‘অরণ্যের দিনরাত্রি’ নিয়ে কানে আলো ছড়ালেন শর্মিলা ঠাকুর

বিনোদন ডেস্ক

কান উৎসবে অতিথিদের সঙ্গে অভিনেত্রী শর্মিলা ঠাকুর (বাঁ থেকে চতুর্থ)। ছবি: সংগৃহীত

প্রথমবার কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হলো সত্যজিৎ রায়ের কালজয়ী সিনেমা ‘অরণ্যের দিনরাত্রি’। ১৯৭০ সালে মুক্তি পেয়েছিল সিনেমাটি। সময়ের বিবর্তনে ধুলা পড়া ঝাপসা প্রিন্টকে মুক্তির ৫৫ বছর পর আবার ঝকঝকে করে তোলা হয়েছে। ফোর-কে ভার্সনে রিস্টোরেশন করা হয়েছে অরণ্যের দিনরাত্রি। কান উৎসবের ক্ল্যাসিকস বিভাগে ১৯ মে পুনরুদ্ধার করা সেই সংস্করণ দর্শক উপভোগ করলেন প্রথমবারের মতো।

১৯ মে প্যারিসের বুনুয়েল থিয়েটারে বাংলাদেশ সময় রাত ১১টার দিকে প্রদর্শিত হয় অরণ্যের দিনরাত্রি। স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির ছিলেন সিনেমার দুই অভিনেত্রী শর্মিলা ঠাকুর ও সিমি গারেওয়াল। রেড কার্পেটে জমকালো সবুজ শাড়ি ও মেয়ের ডিজাইন করা গয়নায় সেজে উঠেছিলেন শর্মিলা ঠাকুর। আর সিমি গারেওয়ালকে দেখা গেছে শ্বেতশুভ্র পোশাকে। অরণ্যের দিনরাত্রির এই বিশেষ প্রদর্শনী উপস্থাপন করেন সত্যজিৎ রায়ের অনুরাগী, আমেরিকান পরিচালক ওয়েস অ্যান্ডারসন।

রেগে গেলেন ডেনজেল

স্পাইক লির ‘হাইয়েস্ট টু লোয়েস্ট’ সিনেমা নিয়ে ১৯৯৩ সালের পর এবারই প্রথম কান উৎসবে এসেছিলেন অভিনেতা ডেনজেল ওয়াশিংটন। ১৯ মে সিনেমাটির প্রিমিয়ার হয় উৎসবে। তার আগে রেড কার্পেটে ফটোগ্রাফারদের সঙ্গে একচোট ঝগড়া হয়ে যায় ডেনজেলের। ছবি তোলার সময় তারকাদের দৃষ্টি আকর্ষণের জন্য অনেক সময় চিৎকার করে নাম ধরে ডাকেন ছবিশিকারিরা। এক ফটোগ্রাফার চিৎকার করায় ডেনজেল ওয়াশিংটন পাল্টা চিৎকার করে তাঁকে থামতে বলেন। ঘটনা সমাধানের জন্য মুহূর্তেই এগিয়ে আসেন আরও অনেকে। ফলে পরিস্থিতি বেশি দূর গড়ায়নি। হাইয়েস্ট টু লোয়েস্ট সিনেমার প্রদর্শনীর আগে সম্মানজনক পাম দ্য’র পুরস্কারে সম্মানিত করা হয় ডেনজেল ওয়াশিংটনকে। তাঁর অভিনীত হাইয়েস্ট টু লোয়েস্ট কানে প্রায় ৬ মিনিটের স্ট্যান্ডিং অভেশন পেয়েছে। সিনেমাটি মুক্তি পাবে আগামী ২২ আগস্ট।

১২ মিনিটের অভেশন পেল ‘আলফা’

চার বছর আগে ‘টাইটান’ সিনেমার জন্য স্বর্ণপাম জিতেছিলেন ফরাসি নির্মাতা জুলিয়া ডুকারনাউ। এ বছর তিনি কানে এসেছিলেন নতুন সিনেমা ‘আলফা’ নিয়ে। এবারও তুমুল সাড়া পেলেন। প্রিমিয়ারে সিনেমাটি ১২ মিনিটের অভেশন পায়। আশি ও নব্বইয়ের দশকের প্রেক্ষাপটে তৈরি এ সিনেমার গল্প ১৩ বছরের কিশোরী আলফাকে ঘিরে, যে তার মায়ের সঙ্গে থাকে। প্রিমিয়ারে এসেছিলেন আলফার অভিনেত্রী গোলশিফতেহ ফারহানি, তাহার রহিম, এমা ম্যাকি, ফিনেগান ওল্ডফিল্ড ও লুয়াই এল আমরোসি।

অবশেষে জাস্টিন ট্রুডো-কেটি পেরির প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা এল, ইন্টারনেটে তোলপাড়

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

রাক্ষস সিনেমায় অভিনয়ের গুঞ্জন নাকচ করলেন ইধিকা

প্রকাশিত হলো শিরোনামহীনের ‘এই অবেলায় ২’

হারমোনি অব ফ্রেন্ডশিপে সোনার বাংলা সার্কাস

‘মিশন: ইম্পসিবল’সহ এসেছে যেসব সিনেমা-সিরিজ

বিয়ে নিয়ে গুঞ্জন ছড়ালেন কনা

বছর শেষে তানজিকার দুই ওয়েব ফিল্ম

আতিফের সঙ্গে একই মঞ্চে গাইবে ব্যান্ড নেমেসিস ও ফুয়াদ

অ্যাভাটারে এআই ব্যবহার করেননি ক্যামেরন