হোম > বিনোদন

এ সপ্তাহের ওটিটি

‘ভোগ’ থেকে ‘কোস্টাও’—এ সপ্তাহে ওটিটিতে যা রয়েছে

বিনোদন ডেস্ক

‘কোস্টাও’ সিনেমায় নওয়াজুদ্দিন সিদ্দিকী

প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।

প্রিয় সত্যজিৎ (বাংলা সিনেমা)

  • অভিনয়: আহমেদ রুবেল, মৌটুসী বিশ্বাস প্রমুখ
  • মুক্তি: চরকি (২ মে)
  • গল্পসংক্ষেপ: কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রসূন রহমান নির্মাণ করেছেন সিনেমাটি। এর কাহিনি তিন প্রজন্মের তিনজন চলচ্চিত্র নির্মাতাকে নিয়ে। প্রথমজন সত্যজিৎ রায় নিজে, যিনি উপস্থিত না থেকেও সিনেমায় বিরাজমান। অন্য দুজন পরবর্তী ২ প্রজন্মের। প্রবীণ নির্মাতা আসিফ মাহমুদের চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল আর নবীন নির্মাতা অপরাজিতার চরিত্রে আছেন মৌটুসী বিশ্বাস।

ভোগ (বাংলা সিরিজ)

  • অভিনয়: অনির্বাণ চট্টোপাধ্যায়, পার্নো মিত্র, রজতাভ দত্ত, শুভাশিস মুখোপাধ্যায়
  • মুক্তি: হইচই (১ মে)
  • গল্পসংক্ষেপ: একাকী জীবনযাপন করে অতীন। তার একমাত্র শখ কিউরিয়োর দোকান থেকে নানা ধরনের পুরোনো জিনিস কেনা। একদিন এক দোকান থেকে একটি দেবীমূর্তি কিনে আনে অতীন। স্বপ্নাদেশ পেয়ে সেই মূর্তিটির পূজা করতে শুরু করে সে। অসীম দেবীভক্তি এক সময় অতীন ও তার নিকটজনের জীবনে নিয়ে আসে অন্ধকার।

কোস্টাও (হিন্দি সিনেমা)

  • অভিনয়: নওয়াজুদ্দিন সিদ্দিকী, প্রিয়া, কিশোর, শ্যাম সুন্দর
  • মুক্তি: জি ফাইভ (১ মে)
  • গল্পসংক্ষেপ: চোরাচালান রোধে দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ কাস্টমস অফিসার কোস্টাও ফার্নান্দেজ। সে জানতে পারে বড় একটি সোনার চোরাচালানের পরিকল্পনার কথা। তদন্ত করতে গিয়ে দুর্ঘটনাবশত রাজনৈতিক নেতার ভাইয়ের মৃত্যু হয় তার হাতে। কোস্টাওয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেয় তার ডিপার্টমেন্ট। এর পর থেকেই শুরু হয় পুরো সিস্টেমের বিরুদ্ধে এক সৎ মানুষের লড়াই।

এক্সটেরিটোরিয়াল (জার্মান সিনেমা)

  • অভিনয়: জিন গোসৌদ, ডগ্রে স্কট, লেরা আবোভা
  • মুক্তি: নেটফ্লিক্স (৩০ এপ্রিল)
  • গল্পসংক্ষেপ: একটি বিশেষ বাহিনীর সাবেক সদস্য সারা নতুনভাবে জীবন শুরু করতে চায়। কাজের সন্ধানে যেতে যায় যুক্তরাষ্ট্রে। ভিসার জন্য ইউএস কনস্যুলেট জেনারেলে যাওয়ার পর হঠাৎ তার ছেলে নিখোঁজ হয়ে যায়। পরে জানা যায়, অপহরণ করা হয়েছে তাকে। সন্তানকে উদ্ধারে শুরু হয় এক মায়ের দুর্ধর্ষ অভিযান।

অ্যানাদার সিম্পল ফেবার (ইংরেজি সিনেমা)

  • অভিনয়: আনা কেন্ড্রিক, ব্লেক লাইভলি, অ্যান্ড্রু র‍্যানেলস
  • মুক্তি: আমাজন প্রাইম ভিডিও (১ মে)
  • গল্পসংক্ষেপ: ২০১৮ সালে মুক্তি পাওয়া সিম্পল ফেবার সিনেমার সিকুয়েল এটি। এবারের গল্পের প্রেক্ষাপট ইতালি। এক ধনী ব্যবসায়ীকে বিয়ে করছে এমিলি। তবে হঠাৎ একটি মৃত্যুর ঘটনা উৎসবমুখর পরিবেশকে বদলে দেয়। ধীরে ধীরে প্রকাশ্যে আসতে থাকে অনেক সত্য।

৬ বছর পর প্রকাশ্যে এল অপু-মোমরেনাজের বিচ্ছেদের খবর

শুরু হচ্ছে তারকাবহুল ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার শুটিং

৬ ইয়াং স্টারকে নিয়ে ৩ বিচারকের গান

রটারড্যাম উৎসবে ‘দেলুপি’

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

অলীকের কথায় হাবিবের গান

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ইউরোভিশন ট্রফি ফিরিয়ে দিলেন নেমো

জয়া ও রুনার ফটোশুট নিয়ে চুমকির সমালোচনা

সৌদির রেড সি ফেস্টিভ্যালে সেরা রোহিঙ্গা ভাষার ‘লস্ট ল্যান্ড’