হোম > বিনোদন > দক্ষিণের সিনেমা

আমার কোনো আক্ষেপ নেই—প্রাক্তনের বিয়ের পর কেন এমন মন্তব্য সামান্থার

ছবি: সংগৃহীত

দক্ষিণ ইন্ডাস্ট্রির গ্ল্যামার অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। যাঁর মিষ্টি হাসিতে ঘায়েল লাখো পুরুষ। সিনেমা কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে প্রায় থাকেন আলোচনায়। সম্প্রতি প্রাক্তন স্বামী নাগা চৈতন্যের বিয়ে নিয়ে আবারও আলোচনায় এই অভিনেত্রী।

ডিসেম্বর চার হাত এক হয়েছে দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্য এবং অভিনেত্রী শোভিতা ধুলিপালার। তবে প্রাক্তনের বিয়ে নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি সামান্থা। তবে বিয়ের অনুষ্ঠান চলাকালীন সামাজিক যোগাযোগ মাধ্যমে সামান্থার ইঙ্গিতপূর্ণ পোস্ট ছিল চর্চায়।

সম্প্রতি নিজের জীবনের আক্ষেপ নিয়ে একটি সাক্ষাৎকারে মুখ খুলেছেন সামান্থা। অভিনেত্রী জানিয়েছেন, মাঝে কিছু সময় অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন তিনি। খুব বেশি কাজ করেননি। কিন্তু আগামী বছরে তিনি আরও বেশি করে কাজে মনোযোগ দেবেন তিনি। এর মধ্যে শুটিং ফ্লোরে ফিরতে পেরে খুশি সামান্থা।

সামান্থা বলেন, ‘বিরতি আমাকে সাহায্য করেছিল। এরপর শুটিংয়ে ফিরে নিজেকে নতুন করে আবিষ্কার করি।’ বছর শেষ হতে চলেছে। এই বছরে সামান্থার জীবনে কী কোনো আক্ষেপ রয়েছে? প্রশ্ন শুনেই ঘুরিয়ে উত্তর দিয়েছেন অভিনেত্রী। বলেছেন, ‘কোনো আক্ষেপ নেই। আমার যথেষ্ট বয়স হয়েছে। ভেবে-চিন্তে কথা বলি এবং কাজ করি।’

এক সময়ের জনপ্রিয় জুটি ছিলেন নাগা চৈতন্যে ও সামান্থা রুথ প্রভু। ২০১৫ সাল থেকে নাগা চৈতন্যের সঙ্গে সম্পর্কে জড়ান সামান্থা। ২০১৭ সালে ঘর বাঁধেন এই জুটি। চার বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদের আগে নাগা চৈতন্য শোভিতার সঙ্গে সম্পর্কে জড়ান। সামান্থার সঙ্গে বিচ্ছেদ হওয়ার পরে শোভিতাকে নিয়ে জল্পনা চলছিল ঠিকই, তবে নাগা বা শোভিতা কেউই বিষয়টি নিয়ে মুখ খোলেননি।

খালেদা জিয়ার প্রয়াণে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া

হিট সিনেমার সংখ্যা বেড়েছে

খালেদা জিয়ার সঙ্গে শৈশবের স্মৃতি জানালেন সংগীতশিল্পী পুতুল

খালেদা জিয়া বড় দুঃসময়ে বিদায় নিলেন: জয়া আহসান

খালেদা জিয়ার মৃত্যুতে শোবিজ তারকাদের শোক

ফরিদা পারভীনের জন্মদিনে শিল্পকলায় বিশেষ আয়োজন

শুভমিতা ও ঊষা উত্থুপের কণ্ঠে সাবরিনার গান

তিন প্রজন্মের গল্পে নতুন ধারাবাহিক ‘পরম্পরা’

কনসার্টে অস্থিরতার বছর

সংগীতে আলোচিত ঘটনা