ঢাকার বনানীতে যাত্রা শুরু করেছে নতুন বিউটি সেন্টার বেলা। এখানে জাপানের বিউটি পণ্যসহ সৌন্দর্যবিষয়ক নানা সেবা পাবেন নারীরা। ১৪ এপ্রিল পয়লা বৈশাখে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন বেলার কর্ণধার তামারা। তিনি জানান, বনানীর ১১ নম্বর রোডের ই ব্লকে ১১৬ নম্বর ভবনের ৮ম তলায় বেলার কার্যালয়। এখানে সব বয়সের নারীদের জাপানিজ ও ইউরোপীয় স্ট্যান্ডার্ডে সেবা দেওয়া হবে। স্পেশাল হিসেবে থাকছে জাপানিজ ফর্মুলায় স্পা, পেডিকিওর, ম্যানিকিওর।’