হোম > বিনোদন

নেত্রকোনায় মঞ্চস্থ হলো ‘বঙ্গপুরুষোত্তম’ নাটক

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নাটক ‘বঙ্গপুরুষোত্তম’ মঞ্চস্থ হয়েছে। গতকাল শুক্রবার রাতে জেলা পাবলিক হল মিলনায়তনে মঞ্চস্থ এ নাটকের আয়োজন করে জেলা শিল্পকলা একাডেমি। দীপঙ্কর শুভর রচনা ও অনিক কুমারের নির্দেশনায় মহুয়া থিয়েটারের শিল্পীরা নাটকটি পরিবেশন করেন।

নাটকটিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারাগারের জীবন সুনিপুণভাবে তুলে ধরা হয়েছে। কারাগারে থেকেও শেখ মুজিবুর রহমান দেশ নিয়ে যে ভাবতেন, তাঁর পরিবার-পরিজন জেলখানায় দেখা করতে গেলে দেশের কথা বলতেন, তাঁকে বারবার গ্রেপ্তার করা হয়েছে এবং পাকিস্তানি সরকার যে কারাগারটিকে তাঁর বাড়ি বানিয়ে ফেলেছিল এই বিষয়গুলোই ফুটিয়ে তোলা হয়েছে। মূলত ‘কারাগারের রোজনামচার’ কিছু ঘটনা নিয়েই এই নাটকটি রচনা করেছেন দীপঙ্কর শুভ।

শহরের নাট্যপ্রেমী দর্শক, শিল্পকলা একাডেমির শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের লোকজন দুই ঘণ্টাব্যাপী নাটকটি উপভোগ করেন। নাটকটির সফল মঞ্চায়ন তথা বিভিন্ন চরিত্রে অভিনেতাদের চমৎকার অভিনয়ে উপস্থিত অতিথিসহ দর্শকেরা অভিভূত ও আবেগাপ্লুত হয়ে পড়েন। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোহেল মাহমুদ, জেলা কালচারাল অফিসার আব্দুল্লা আল মামুন, জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল ও সাংবাদিক সঞ্জয় সরকার প্রমুখ।

সত্তরের দশকের প্রেক্ষাপটে নির্মিত সিনেমায় নিদ্রা নেহা

কবীর সুমনের কথা ও সুরে সিনেমায় আসিফের গান

শেষ হলো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

তাহসানের উপস্থাপনায় শুরু হচ্ছে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ: সিজন ২’

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সমাপনী দিনের সিনেমা

রাজধানীর তিন ভেন্যুতে ‘দ্য হিউম্যান ভয়েস’-এর চার প্রদর্শনী

বাউল কবি রশিদ উদ্দিনকে নিয়ে শাকুর মজিদের তথ্যচিত্র

এ আর রাহমানের অভিযোগের পাল্টা যুক্তি দিলেন শান

৭২ বছর বয়সে আত্মজীবনী লিখলেন অঞ্জন দত্ত

মোশাররফ ও নীলা জুটির ঈদের নাটক