দেশের জন্য যুদ্ধ করে জীবন দিলেন ইউক্রেনের অভিনেতা পাশা লি। তাঁর বয়স হয়েছিল ৩৩। তিনি ছিলেন একাধারে অভিনেতা, উপস্থাপক ও মডেল। ডাবিং শিল্পী হিসেবেও ছিল তাঁর নামডাক। রাশিয়ার আক্রমণ শুরুর পর দেশকে বাঁচাতে অস্ত্র হাতে তুলে নেন লি। যুদ্ধ শুরুর ১২তম দিনে গত রবিবার ইউক্রেনের শহর ইরপিনে মারা যান তিনি। শহরটি এখন রাশিয়ার নিয়ন্ত্রণে।
ইউেক্রনের দ্য ওডেসা ফিল্ম ফেস্টিভ্যাল কতৃপক্ষ তাদের ফেসবুক একাউেন্ট এক স্ট্যাটাসে জানিয়েছে, পাশা লি ইউক্রেনের একজন অভিনেতা। তিনি দেশের জন্য সম্মুখযুদ্ধে অংশ নিয়েছন। দেশের জন্য নিজের দায়িত্ব পালনকালে তিনি মারা গেছেন।
পাশা লির সঙ্গে ক্রাইম বিষয়ক টিভি শো ‘প্রোভিনশিয়াল’-এ কাজ করেছিলেন ইক্রেনিয়ান অভিনেত্রী আনাস্তাশিয়া কাসিলোভা। সহশিল্পীর মৃত্যুর সংবাদে তিনি ফেসবুক একাউন্টে শোক জানিয়েছেন। কাসিলোভা লিখেছেন, ‘তিনি একজন অভিনেতা, টিভি উপস্থাপক, আমার সহকর্মী এবং সুপরিচিত।’ এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি আরো লিখেছেন, ‘কখোনই ক্ষমা করব না।’
পাশা লি অভনীত সিনেমার তালিকায় রয়েছে ‘শ্যাডোজ অব আনফরগটেন অ্যানকেস্টোরস’ (২০১৩), ‘দ্য ফাইট রুলস’(২০১৬), ‘মিটিং অব ক্লাসমেটস’(২০১৯) ইত্যাদি।
রবিবার মৃত্যুর আগে ইনস্টাগ্রামে দেওয়া সবশেষ পোস্টে পাশা লি লিখেছেন, ‘৪৮ ঘন্টার মধ্যে প্রথম সুযোগ মিলল একটু বসার, কিভাবে আমাদের উপর বোমাবর্ষণ হয়েছে সে ছবি নেওয়ার। তারপরও আমরা হাসছি, কারণ জানি ইউক্রেন আবার ফিরে আসবে। আমরা সেজন্যই কাজ করছি।’