হোম > বিনোদন

শান্তির আহ্বানে ভৈরবী গীতরঙ্গর ‘অগ্নি শ্রাবণ’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

‘অগ্নি শ্রাবণ’ নাটকের মহড়ার দৃশ্য। ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের স্পিরিটকে উপজীব্য করে মঞ্চে একাধিক নতুন নাটকের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একডেমি। সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আজ রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রদর্শিত হবে নাটক ‘অগ্নি শ্রাবণ’। পরিবেশনা করবে ভৈরবী গীতরঙ্গ দল। শান্তির আহ্বান নিয়ে নাটকটি রচনা ও নির্দেশনায় আছেন ইলিয়াস নবী ফয়সাল।

ভৈরবী গীতরঙ্গ দলের পক্ষ থেকে নতুন এই নাটক নিয়ে জানানো হয়েছে, সময় থেমে থাকে না। সে কেবলই এগিয়ে চলে নিয়তির অজানা রথে। ইতিহাসও থামে না, সে রচনা করে একের পর এক নতুন অধ্যায়। বদলায় রাজা, বদলায় রাজ্য—ক্ষমতা? সে তো সময়ের খেলোয়াড়, আজ যার, কাল তার নয়। ঠিক তেমনই এক পরিবর্তনের গল্প দেখা যাবে অগ্নি শ্রাবণ নাটকে।

অগ্নি শ্রাবণ নাটকে অভিনয় করছেন অর্পিতা, অপরাজিতা, অতনু, আয়রা, বিপ্লব, ধ্রুব, দীপ্ত, ফাহমিদা, ইকরা, রাজীব, নন্দিতা, পারমিতা, প্রীতম, নদী, লামিয়া, সিফাত, সোহা, অংকন, স্বপ্নীল, তোমো, প্রত্যাশা, রম্য, অর্থী, নোবেল, রিয়া, জিতু, আরিফ, আয়রিন, হিমেল, ঈশান, আতিশা, জ্যোতি, নাজমুল, পিনাকী, ফাল্গুনী ও পার্থ। সহকারী নির্দেশক ও আবহ সংগীতে আছেন দীপ্ত সেন। শব্দচয়ন ও শব্দবিন্যাসে ধ্রুব ব্যাপারী, হৃদয় ঘোষ রাজীব, জিন্নাতুল ইসলাম প্রত্যাশা, পোশাক ও মঞ্চসজ্জা করেছেন অতনু ও আয়রা মৌ।

শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় উদ্বোধনী প্রদর্শনীর পরের দিন একই স্থান ও সময়ে মঞ্চস্থ হবে নাটকটির দ্বিতীয় প্রদর্শনী। দুটি প্রদর্শনীই সবার জন্য উন্মুক্ত থাকবে।

রাক্ষস সিনেমায় অভিনয়ের গুঞ্জন নাকচ করলেন ইধিকা

প্রকাশিত হলো শিরোনামহীনের ‘এই অবেলায় ২’

হারমোনি অব ফ্রেন্ডশিপে সোনার বাংলা সার্কাস

‘মিশন: ইম্পসিবল’সহ এসেছে যেসব সিনেমা-সিরিজ

বিয়ে নিয়ে গুঞ্জন ছড়ালেন কনা

বছর শেষে তানজিকার দুই ওয়েব ফিল্ম

আতিফের সঙ্গে একই মঞ্চে গাইবে ব্যান্ড নেমেসিস ও ফুয়াদ

অ্যাভাটারে এআই ব্যবহার করেননি ক্যামেরন

মৃত্যুর ৪ দিন পর প্রকাশিত হলো জেনস সুমনের নতুন গান

নতুন উদ্যমে ফিরছেন তিন নায়িকা