হোম > বিনোদন

মামলা খেলেন হিরো


হিরো হয়ে ভিলেনের মতো কাজ! করোনাবিধি লঙ্ঘনের জেরে এফআইআর দায়ের হলো জিমি শেরগিল সহ ৩৫ জনের বিরুদ্ধে।

অভিনেতা জিমি শেরগিল, জাতীয় পুরস্কার জয়ী পরিচালক ইশ্বর নিবাসসহ মোট ৩৫ জন কলাকুশলীর নামে এফআইআর দায়ের হল লুধিয়ানায়। মঙ্গলবার রাতে করোনাবিধি লঙ্ঘন করে আসন্ন ওয়েব সিরিজ ‘ইয়োর অনার ২’-এর শ্যুটিং করছিলেন তাঁরা।

সাব ইন্সপেক্টর হরজিৎ সিং জানান, ১৫০ জন কলাকুশলী নিয়ে লুধিয়ানার আর্য সিনিয়ার সেকেন্ডারি স্কুলে রাত ৮টার সময়ও শ্যুটিং করছিলো মুম্বাই থেকে আসা ‘ইয়োর অনার ২’-এর টিম। যা নির্ধারিত নাইটকার্ফুর সময়সীমার অতিরিক্ত দু-ঘন্টা। করোনার কারণে লুধিয়ানায় সন্ধ্যা ৬টা থেকে ভোর ৫টা পর্যন্ত কার্ফু জারি রয়েছে।

করোনাবিধি ভাঙার কারণে পরিচালক নিবাস, এবং তাঁর টিমের দুই সদস্য আকাশদীপ সিং, মনদীপ সিং-কে গ্রেপ্তার করে লুধিয়ানা পুলিশ, পরে জামিনে মুক্তি দেওয়া হয় তাঁদের। যখন পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় তখন সেখানে একটি কোর্টরুমে দৃশ্য চলছিল। ‘ইয়োর অনার ২’-এ বিচারকের চরিত্রে অভিনয় করেন জিমি শেরগিল। এটি একটি ইজরালেয়ি ওয়েব সিরিজের অনুকরণে তৈরি করা হয়েছে। 

ভারতীয় দণ্ডবিধির ১৮৮ (সরকারি নির্দেশ অমান্য করা) এবং ২৬৯ (অন্যের জীবনহানি হতে পারে এমন ইনফেকশন ছড়িয়ে দেওয়ার গাফিলতি) ধারায় মামলা রুজু হয়েছে , এছাড়াও মহামারী রোগের আওতাধীন ৩ নম্বর সেকশনেও অভিযোগ আনা হয়েছে এই ৩৫ জনের বিরুদ্ধে।

সত্তরের দশকের প্রেক্ষাপটে নির্মিত সিনেমায় নিদ্রা নেহা

কবীর সুমনের কথা ও সুরে সিনেমায় আসিফের গান

শেষ হলো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

তাহসানের উপস্থাপনায় শুরু হচ্ছে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ: সিজন ২’

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সমাপনী দিনের সিনেমা

রাজধানীর তিন ভেন্যুতে ‘দ্য হিউম্যান ভয়েস’-এর চার প্রদর্শনী

বাউল কবি রশিদ উদ্দিনকে নিয়ে শাকুর মজিদের তথ্যচিত্র

এ আর রাহমানের অভিযোগের পাল্টা যুক্তি দিলেন শান

৭২ বছর বয়সে আত্মজীবনী লিখলেন অঞ্জন দত্ত

মোশাররফ ও নীলা জুটির ঈদের নাটক