হোম > বিনোদন

মামলা খেলেন হিরো


হিরো হয়ে ভিলেনের মতো কাজ! করোনাবিধি লঙ্ঘনের জেরে এফআইআর দায়ের হলো জিমি শেরগিল সহ ৩৫ জনের বিরুদ্ধে।

অভিনেতা জিমি শেরগিল, জাতীয় পুরস্কার জয়ী পরিচালক ইশ্বর নিবাসসহ মোট ৩৫ জন কলাকুশলীর নামে এফআইআর দায়ের হল লুধিয়ানায়। মঙ্গলবার রাতে করোনাবিধি লঙ্ঘন করে আসন্ন ওয়েব সিরিজ ‘ইয়োর অনার ২’-এর শ্যুটিং করছিলেন তাঁরা।

সাব ইন্সপেক্টর হরজিৎ সিং জানান, ১৫০ জন কলাকুশলী নিয়ে লুধিয়ানার আর্য সিনিয়ার সেকেন্ডারি স্কুলে রাত ৮টার সময়ও শ্যুটিং করছিলো মুম্বাই থেকে আসা ‘ইয়োর অনার ২’-এর টিম। যা নির্ধারিত নাইটকার্ফুর সময়সীমার অতিরিক্ত দু-ঘন্টা। করোনার কারণে লুধিয়ানায় সন্ধ্যা ৬টা থেকে ভোর ৫টা পর্যন্ত কার্ফু জারি রয়েছে।

করোনাবিধি ভাঙার কারণে পরিচালক নিবাস, এবং তাঁর টিমের দুই সদস্য আকাশদীপ সিং, মনদীপ সিং-কে গ্রেপ্তার করে লুধিয়ানা পুলিশ, পরে জামিনে মুক্তি দেওয়া হয় তাঁদের। যখন পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় তখন সেখানে একটি কোর্টরুমে দৃশ্য চলছিল। ‘ইয়োর অনার ২’-এ বিচারকের চরিত্রে অভিনয় করেন জিমি শেরগিল। এটি একটি ইজরালেয়ি ওয়েব সিরিজের অনুকরণে তৈরি করা হয়েছে। 

ভারতীয় দণ্ডবিধির ১৮৮ (সরকারি নির্দেশ অমান্য করা) এবং ২৬৯ (অন্যের জীবনহানি হতে পারে এমন ইনফেকশন ছড়িয়ে দেওয়ার গাফিলতি) ধারায় মামলা রুজু হয়েছে , এছাড়াও মহামারী রোগের আওতাধীন ৩ নম্বর সেকশনেও অভিযোগ আনা হয়েছে এই ৩৫ জনের বিরুদ্ধে।

তুমুল হট্টগোলে ফরিদপুরে পণ্ড হলো কনসার্ট, আয়োজকদের দুষলেন জেমস

আবার শুরু হচ্ছে ‘প্রীতিলতা’ সিনেমার শুটিং

বলিউডের হতাশার বছরে আলো দেখালেন রণবীর

বলিউডের আলোচিত ঘটনা

ছোট বাজেটে বড় সাফল্য দক্ষিণি ইন্ডাস্ট্রিতে

১০ ব্যান্ডের নতুন গান নিয়ে বিটিভিতে ব্যান্ড উৎসব

অ্যানিমেশন ও হররের সাফল্য বেশি হলিউডে

হলিউডের আলোচিত ঘটনা

আরব সিনেমার উত্থানের বছর

নতুন ৪ নাটক নিয়ে ঢাকার মঞ্চে ৪ নির্দেশকের অভিষেক