হোম > বিনোদন > হলিউড

‘জুটোপিয়া ২’ এখন হলিউডের সেরা অ্যানিমেশন সিনেমা

বিনোদন ডেস্ক

‘জুটোপিয়া ২’ সিনেমায় জুডি হপস ও তার সঙ্গীরা। ছবি: সংগৃহীত

কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’। গত ২৬ নভেম্বর মুক্তি পাওয়া সিনেমাটি মাত্র আট সপ্তাহে বিশ্বব্যাপী আয় করেছে ১ দশমিক ৭০৬ বিলিয়ন ডলার।

জুটোপিয়া ২-এর এই সাফল্যে ডিজনি এন্টারটেইনমেন্টের কো-চেয়ারম্যান অ্যালান বার্গম্যান এক বিবৃতিতে বলেন, ‘এই সাফল্যের কৃতিত্ব দর্শকদের। পরিচালক জ্যারেড বুশ, বায়রন হাওয়ার্ড এবং প্রযোজক ইয়ভেট মেরিনো এবং ওয়াল্ট ডিজনি অ্যানিমেশন স্টুডিওর পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা, যাঁদের অক্লান্ত পরিশ্রমে এই অসাধারণ সিনেমাটি তৈরি করা সম্ভব হয়েছে।’

জুটোপিয়া ২ হলিউডে রেকর্ড গড়লেও অ্যানিমেশনের ইতিহাসে সর্বোচ্চ ব্যবসাসফল সিনেমার রেকর্ডটি এখনো ধরে রেখেছে চীন। গত বছরের জানুয়ারিতে মুক্তি পাওয়া চীনের ‘নে ঝা ২’ বক্স অফিসে ২ দশমিক ২১৫ বিলিয়ন ডলার ব্যবসা করেছে। হলিউডের অ্যানিমেশন স্টুডিওগুলো সহসা এ রেকর্ড টপকাতে পারবে না বলেই মনে করছেন সিনেমাসংশ্লিষ্ট ব্যক্তিরা।

জুটোপিয়ার প্রথম পর্ব মুক্তি পেয়েছিল ২০১৬ সালে। জ্যারেড বুশ ও বায়রন হাওয়ার্ড পরিচালিত এ সিনেমায় দেখানো হয়েছে জুটোপিয়া নামের এক অদ্ভুত রাজ্যের গল্প। জুটোপিয়া জীবজন্তুদের শহর। সব প্রাণী একসঙ্গে বসবাস করে। জুডি হপস নামের এক খরগোশের ইচ্ছা পুলিশ কর্মকর্তা হওয়ার। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে প্রথম খরগোশ হিসেবে পুলিশ বিভাগে চাকরি পায় জুডি। কিন্তু চাকরির কিছুদিন না যেতেই শহরে ঘটতে থাকে একের পর এক রহস্যজনক ঘটনা। জুডিও দমার পাত্র নয়। কোমর বেঁধে লেগে পড়ে রহস্য উদ্ঘাটনে।

জুটোপিয়ার দ্বিতীয় পর্বের গল্পে নতুন রহস্য উন্মোচনে নেমেছে জুডি হপস। এক রহস্যময় সরীসৃপ প্রাণীর আগমনে পুরো শহরে বিশৃঙ্খলা দেখা দেয়। সতর্ক হয় পুলিশ প্রশাসন। সেই সরীসৃপের পিছু ধাওয়া করার দায়িত্ব পায় জুডি হপস। এ পর্বেও তার সঙ্গী সেই ধূর্ত শিয়াল নিক ওয়াইল্ড।

হলিউডের সর্বোচ্চ ব্যবসাসফল ৫ অ্যানিমেশন সিনেমা

১ জুটোপিয়া ২ (২০২৫)

১.৭০৬ বিলিয়ন ডলার

২ ইনসাইড আউট ২ (২০২৪)

১.৬৯৮ বিলিয়ন ডলার

৩ দ্য লায়ন কিং (২০১৯)

১.৬৫৬ বিলিয়ন ডলার

৪ ফ্রোজেন ২ (২০১৯)

১.৪৫৩ বিলিয়ন ডলার

৫ দ্য সুপার মারিও ব্রস. মুভি (২০২৩)

১.৩৬১ বিলিয়ন ডলার

চঞ্চল-পরীর ‘শাস্তি’ সিনেমায় তিন দেশের চার প্রযোজক

প্রাচ্যনাট স্কুলের সমাপনী প্রযোজনা মামুনুর রশীদের ‘গিনিপিগ’

নেপালের জমসম শহরে মিউজিক্যাল ফিল্মের শুটিং করলেন সুনেরাহ-রেহান

সত্তরের দশকের প্রেক্ষাপটে নির্মিত সিনেমায় নিদ্রা নেহা

কবীর সুমনের কথা ও সুরে সিনেমায় আসিফের গান

শেষ হলো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

তাহসানের উপস্থাপনায় শুরু হচ্ছে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ: সিজন ২’

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সমাপনী দিনের সিনেমা

রাজধানীর তিন ভেন্যুতে ‘দ্য হিউম্যান ভয়েস’-এর চার প্রদর্শনী

বাউল কবি রশিদ উদ্দিনকে নিয়ে শাকুর মজিদের তথ্যচিত্র