হোম > বিনোদন

এ সপ্তাহের ওটিটি

আসছে ‘স্কুইড গেম ৩’, সঙ্গে আরও যেসব কনটেন্ট

বিনোদন ডেস্ক

‘স্কুইড গেম ৩’ সিরিজের দৃশ্য। ছবি: সংগৃহীত

প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।

রেইড ২ (হিন্দি সিনেমা)

  • মুক্তি: ২৭ জুন, নেটফ্লিক্স
  • অভিনয়: অজয় দেবগন, রীতেশ দেশমুখ, বানি কাপুর, সুপ্রিয়া পাঠক, রাজত কাপুর
  • গল্পসংক্ষেপ: অময় পটনায়ক আইআরএসের সৎ অফিসার। দুর্নীতিবাজ রাজনীতিবিদ ও কালো টাকার মালিকদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বহু টাকা উদ্ধার করেছে। এবার সে অভিযান চালায় গ্যাংস্টার-রাজনীতিবিদ দাদা মনোহর ভাইয়ের বিরুদ্ধে। অময় যখন তার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করে রেইড চালায়, তখন শুরু হয় কৌশল, প্রতিশোধ ও উত্তেজনামাখা এক দ্বন্দ্ব।

দ্য ব্রুটালিস্ট (ইংরেজি সিনেমা)

  • মুক্তি: ২৮ জুন, জিও হটস্টার
  • অভিনয়: অ্যাড্রিয়েন ব্রডি, ফেলিসিটি জোনস, গাই পিয়ার্স
  • গল্পসংক্ষেপ: স্থপতি লাসজলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রে অভিবাসন গ্রহণ করলে কঠিন বাস্তবতার মুখোমুখি হয়। ধনী শিল্পপতি হ্যারিসন লি ভ্যান বুরেনের সঙ্গে তার দেখা হয় ফিলাডেলফিয়ায়। লাসজলোকে আমেরিকান স্থাপত্য জগতের অংশ করে নেয় হ্যারিসন। হ্যারিসনের সহযোগিতায় লাসজলো তার স্বপ্নের আধুনিক স্থাপত্য নির্মাণের সুযোগ পায়। কিন্তু এর পেছনে ছিল এক ভয়ংকর বাস্তবতা।

স্কুইড গেম ৩ (কোরিয়ান সিরিজ)

  • মুক্তি: ২৭ জুন, নেটফ্লিক্স
  • অভিনয়: লি জং জ্যা, লি বিয়োং হন, উই হা জুন প্রমুখ।
  • গল্পসংক্ষেপ: প্রত্যেককে আনা হয় একটি মেশিনের সামনে, যে মেশিন থেকে লটারির মাধ্যমে প্রত্যেকের হাতে দেওয়া হয় একটি করে বল। কেউ পায় লাল বল, কেউ নীল; যা নির্ধারণ করবে পরবর্তী খেলায় তাদের ভাগ্য। স্কুইড গেম কারও জন্য থেমে থাকে না। তাই আহত অবস্থায়ও সং গি হুনকে খেলা চালিয়ে যেতে হবে। প্রত্যেককে ঠেলে দেওয়া হয় ভয়ংকর এক খেলায়।

মিস্ট্রি (হিন্দি ওয়েব সিরিজ)

  • মুক্তি: ২৭ জুন, জিও সিনেমা
  • অভিনয়: রাম কাপুর, মোনা সিং
  • গল্পসংক্ষেপ: আরমান মিস্ত্রি একজন প্রতিভাবান গোয়েন্দা, যে অবসেসিভ-কম্পলসিয়াল ডিসঅর্ডারে ভুগছে। মুম্বাই পুলিশকে জটিল তদন্তে সহায়তা করে সে। শহরে একটা খুন হয়েছে। সেই রহস্যের সমাধানে ডাক পড়ে আরমান মিস্ত্রির। রহস্যের সমাধানে মাঠে নামে আরমান। তাকে সহযোগিতা করে সিনিয়র পুলিশ কর্মকর্তা সেহমত সিদ্দিকি। কিন্তু আরমানের সহজাত আচরণের সঙ্গে মানিয়ে নিতে বেশ বেগ পেতে হয় তাকে। আরমান তার স্বভাবসুলভ ভঙ্গিমায় একে একে খুলতে থাকে রহস্যের প্রতিটি গিঁট।

বিভীষণ (বাংলা ওয়েব সিরিজ)

  • মুক্তি: ২৭ জুন, জি ফাইভ
  • অভিনয়: সোহম মজুমদার, দেবচন্দ্রিমা সিংহ রায়
  • গল্পসংক্ষেপ: বীরভূমের শান্ত এক শহর বলাগর। হঠাৎ করেই এই শহরে ঘটতে থাকে একের পর এক অদ্ভুত এবং রক্ত হিম করা ঘটনা। জঙ্গলের ভেতর একটা মৃতদেহের সন্ধান পাওয়া যায়। কিন্তু কার মৃতদেহ এটা? তদন্তের দায়িত্ব পড়ে পুলিশ কর্মকর্তা বিধান সেনের ওপর। অথচ, দুদিন পরেই বাবা হবে সে। হঠাৎ করেই ক্রাইম সিন থেকে মৃতদেহের মাথা চুরি হয়ে যায়। স্ত্রীকে হাসপাতালে রেখে বিধান মাঠে নামে রহস্যের সমাধানে। একের পর এক অদ্ভুত ঘটনার মুখোমুখি হতে হয় তাকে।

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ইউরোভিশন ট্রফি ফিরিয়ে দিলেন নেমো

জয়া ও রুনার ফটোশুট নিয়ে চুমকির সমালোচনা

সৌদির রেড সি ফেস্টিভ্যালে সেরা রোহিঙ্গা ভাষার ‘লস্ট ল্যান্ড’

বাতিল হলো আতিফ আসলামের কনসার্ট, হতাশ শিল্পীরা

বিজয় দিবসের নাটকে মৌ

পুরস্কার পেল ‘সুলতানার স্বপ্ন’

১০ হাজার কোটিতে আধুনিক শহর বানাচ্ছেন সালমান

‘ম্যান ভার্সেস বেবি’সহ মুক্তি পেল যেসব সিনেমা-সিরিজ

ঈদে মুক্তি পাবে ‘ট্রাইব্যুনাল’