হোম > বিনোদন

সৌখিনের নির্দেশনায় অপূর্ব-নিহার ঈদের নাটক ‘মেঘবালিকা’

‘মেঘবালিকা’ নাটকে অপূর্ব ও নিহা। ছবি: নির্মাতার সৌজন্যে

অপূর্ব ও নিহাকে জুটি করে দুটি নাটক নির্মাণ করেছিলেন জাকারিয়া সৌখিন। একটি ‘মন দুয়ারী’, অন্যটি ‘মেঘবালিকা’। দুটি নাটকের শুটিংও হয়েছে একই সময়ে। গত ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে মন দুয়ারী প্রকাশিত হয়েছে সিএমভির ইউটিউব চ্যানেলে। চার দিনে ১ কোটি ভিউ ছাড়িয়ে গিয়েছিল নাটকটি। সচেতনভাবে তখন মেঘবালিকার কথা গোপন রাখা হয়েছিল। এবার নাটকটি সম্পর্কে বিস্তারিত জানালেন নির্মাতা।

আসন্ন ঈদুল ফিতরে ধূপছায়া এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে মেঘবালিকা। মন দুয়ারীর মতো মেঘবালিকা নাটকেও দেখা যাবে পারিবারিক মূল্যবোধ ও প্রেমবিষয়ক গল্প। গল্পটি আবর্তিত হয়েছে অপূর্ব অভিনীত আবিদ ও নিহা অভিনীত নায়লাকে ঘিরে। নায়লার সিনিয়র আবিদ। দুজনের বয়সের পার্থক্য অনেক। তবু নায়লা প্রেমে পড়ে যায় আবিদের। নায়লার বড় ভাইয়ের বন্ধু আবিদ। সেই বন্ধুত্ব খুবই গাঢ়। আবিদকে নায়লার ভাই, মা ও বাবা নিজেদের পরিবারের সদস্য মনে করে। তাই নায়লার প্রেমের পাগলামি একদিন পারিবারিক সম্পর্ককে হুমকির মুখে ফেলে।

মেঘবালিকা নিয়ে জাকারিয়া সৌখিন বলেন, ‘এবারের গল্পটি মূলত প্রেমের। ছটফটানি টাইপের প্রেম। কিছুটা অস্থির, ইমোশনাল আর যন্ত্রণার। আমাদের চারপাশে এমন সম্পর্ক অনেক রয়েছে। তাই গল্পটার সঙ্গে বাস্তবতার মিল রয়েছে।’

অপূর্ব-নিহা জুটি প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘আমরা এই জুটিকে নিয়ে তিনটি নাটক করতে চেয়েছিলাম। কিন্তু করতে পেরেছি দুটি। আরেকটা আপাতত হচ্ছে না। এটুকু বলতে পারি, মেঘবালিকা নাটকটি মন দুয়ারীর মতো জমজমাট হবে।’

অপূর্ব বলেন, ‘মেঘবালিকা সুন্দর একটি নাটক। সৌখিন বরাবরের মতো খুব যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করেছে। নিহা ভালো অভিনয় করেছে। এই সময়ে ওর যে ধরনের চরিত্রে অভিনয় করা দরকার, এই নাটকে তেমন চরিত্রই পেয়েছে। ঈদের আয়োজনে নাটকটি দর্শকদের মন ছুঁয়ে যাবে বলে আমার বিশ্বাস।’

জাকারিয়া সৌখিন। ছবি: নির্মাতার সৌজন্যে

নাজনীন নিহা বলেন, ‘আমার ক্যারিয়ার সবে শুরু। এ সময়ে অপূর্ব ভাইয়ের সঙ্গে পরপর দুটি নাটকে অভিনয় করতে পারাটা অনেক বড় পাওয়া। মেঘবালিকা নাটক নিয়ে আমি খুব এক্সাইটেড। আমার বিশ্বাস, মন দুয়ারীর মতো মেঘবালিকাও দর্শকের মন জয় করবে।’

মেঘবালিকা নাটকে আরও অভিনয় করেছেন সমাপ্তি মাশুক, সমু চৌধুরী, মিলি বাশার প্রমুখ।

প্যারামাউন্টের ১০৮ বিলিয়নের প্রস্তাবে না, নেটফ্লিক্সের ৭২ বিলিয়নের চুক্তিই চায় ওয়ার্নার ব্রস

ঈদের সিনেমার দৌড়ে ‘বনলতা সেন’

অবলোকন নাট্যদলের নতুন নাটক ‘গন্ধসূত্র’

হাসপাতাল থেকে ফিরে অভিমানী নচিকেতা

জয়তী ও সমরজিতের ‘যদি অকারণ’

সিনেমার জন্য বাংলা শিখছেন সাইফ আলী খান

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু ‘রইদ’ ও ‘মাস্টার’ সিনেমার

ফেব্রুয়ারিতে আরিফিন শুভর ‘জ্যাজ সিটি’, দেখা যাবে ৩ ভাষায়

বান্দরবানের ম্রো শিশু ও সম্প্রদায়ের সদস্যদের নিয়ে ‘পাওমুম পার্বণ’

মঞ্চে আসছে ফারুক আহমেদ নির্দেশিত প্রথম নাটক ‘রঙমহাল’