হোম > বিনোদন

ঈদে মঞ্চে থাকছে ‘আমি বীরাঙ্গনা বলছি’

সাধারণত ঈদে ঢাকার মঞ্চে নাটকের প্রদর্শনী থাকে না। তবে মঞ্চপ্রেমী দর্শকদের জন্য এবার ঈদে থাকছে নাটকের প্রদর্শনী। ‘আমি বীরাঙ্গনা বলছি’ নাটকের ঈদের বিশেষ প্রদর্শনী চলবে আগামী ২৮ জুন সন্ধ্যা ৭ টায়, ২৯ জুন বিকেল ৪টা ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিট এবং ২৯ জুন বিকেল ৪টায়। একাত্তরের মুক্তিযুদ্ধে বীরাঙ্গনাদের নিয়ে সাহিত্যিক নীলিমা ইব্রাহিমের লেখা অবলম্বনে নির্মিত নাটকটির নির্দেশনা দিয়েছেন সৈয়দ জামিল আহমেদ। ‘স্পর্ধা: ইন্ডিপেনডেন্ট থিয়েটার কালেকটিভ’ এর চতুর্থ প্রযোজনা এটি।

‘আমি বীরাঙ্গনা বলছি’ নাটকের নির্দেশনার পাশাপাশি মঞ্চ ও আলোক পরিকল্পনা এবং সংগীত নির্বাচন করেছেন সৈয়দ জামিল আহমেদ। ড্রামাটার্গ ও পোশাক পরিকল্পনায় মহসিনা আক্তার, সহকারী নির্দেশনায় এম এস রানা, সংগীতে থাকছেন আরমীন মুসা ও ঘাসফড়িং কয়্যার।

এর আগে ২০১৭ সালে নাটবাঙলার প্রযোজনায় টানা ১০ দিন ‘রিজওয়ান’ মঞ্চায়ন করে ঢাকার নাট্যাঙ্গনে সাড়া ফেলেন সৈয়দ জামিল আহমেদ। এ নাটক দিয়ে দীর্ঘ ১০ বছরের বিরতি কাটিয়ে মঞ্চে ফিরেছিলেন সৈয়দ জামিল আহমেদ। তিনি এর আগে ‘চাকা’, ‘বিষাদ সিন্ধু’, ‘বেহুলার ভাসান’, ‘সঙভঙচঙ’ ও ‘কমলা রাণী সাগর দিঘি’ নাটকের নির্দেশনা দিয়ে খ্যাতি পান।

চলে গেলেন ‘নারী স্বাধীনতার প্রতীক’ ব্রিজিত বার্দো

তুমুল হট্টগোলে ফরিদপুরে পণ্ড হলো কনসার্ট, আয়োজকদের দুষলেন জেমস

আবার শুরু হচ্ছে ‘প্রীতিলতা’ সিনেমার শুটিং

বলিউডের হতাশার বছরে আলো দেখালেন রণবীর

বলিউডের আলোচিত ঘটনা

ছোট বাজেটে বড় সাফল্য দক্ষিণি ইন্ডাস্ট্রিতে

১০ ব্যান্ডের নতুন গান নিয়ে বিটিভিতে ব্যান্ড উৎসব

অ্যানিমেশন ও হররের সাফল্য বেশি হলিউডে

হলিউডের আলোচিত ঘটনা

আরব সিনেমার উত্থানের বছর