মডেল-অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের জন্মদিন আজ। আগেই জানিয়েছিলেন, এই বিশেষ দিনে ভক্তদেরকে বিশেষ সারপ্রাইজ দেবেন তিনি। এই সারপ্রাইজ হবে তাঁর নতুন জীবন সম্পর্কিত। কথা রাখলেন মিম।
বুধবার রাত নয়টা নাগাদ ফেসবুকে হবু বরের সঙ্গে নিজের ছবি পোস্ট করে জানান দিলেন, বাগদান হয়ে গেছে তাঁর।
ওই পোস্টে মিম লিখেছেন, '৬ বছর আগেই আমার এই সুখের যাত্রা শুরু। আজ আমার জীবনের একটি বিশেষ দিন। আজই সেই সুখের যাত্রা শুরু। শুরু কলাম জীবনের নতুন অধ্যায়। ফাইনালি এনগেইজড!’
হবু বর সম্পর্কে এর বেশি কিছু লেখেননি মিম। এমনকি জানাননি হবু বরের নাম, পরিচয়। ফেসবুক পোস্টের তলায় জুড়ে দিয়েছেন একাধিক প্রতিষ্ঠানের নাম, যারা মিমের বাগদানের ছবি তোলায় সহযোগিতা করেছেন।
নতুন জীবনের শুভেচ্ছা জানাতে ও হবু বরের পরিচয় জানতে মিমকে কয়েকবার ফোন করা হলেও ফোন রিসিভ করেননি তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত মিমের বাগদানের ঘোষণার পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রায় ৬০ হাজার মানুষ। মিডিয়ার সহকর্মীরাও তাঁকে শুভেচ্ছা, শুভকামনা জানাচ্ছেন।