হোম > বিনোদন

মাতৃত্বকালীন ফটোশুটে স্নিগ্ধ সোনম

বলিউড তারকা সোনম কাপুর মা হতে যাচ্ছেন বলে ঘোষণা দেন গেল মাসে। সম্প্রতি মাতৃত্বকালীন ফটোশুট করেছেন সোনম। বরাবরের মতো এই ফটোশুটেও ভিন্নতা ছিল বলিউড ফ্যাশন আইকনের।  

সামাজিক যোগাযোগ মাধ্যমে মাতৃত্বকালীন ফটোশুটের ছবি শেয়ার করতেই ভাইরাল নেট দুনিয়ায়। কমেন্ট বক্সে ভালোবাসা আর আশীর্বাদে ভাসছেন সোনম কাপুর। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া। 

সোনম তাঁর এই ফটোশুটে সাদা সাটিন শাড়ির সঙ্গে গলায় পরেছিলেন ভারী নেকলেস ও মানানসই কানের দুল; এককথায় স্নিগ্ধ সোনম। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া। 

আবুজানি সন্দীপ খোলসার ডিজাইন করা ইন্দো-ওয়েস্টার্ন মিশেলের পোশাকটির স্টাইল করেছেন অভিনেত্রীর বোন রিয়া কাপুর। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া। 

সোনমের বরাবরই প্রিয় রং সাদা। বোন রিয়া কাপুরের বিয়েতেও সাদা আনারকলিতে সেজেছিলেন এই স্টাইল আইকন। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

মঞ্চায়িত হলো ‘রোকেয়ার স্বপ্নে আজকের সুলতানারা’

‘ময়না’র পর কোনাল-নিলয়ের নতুন গান ‘ও জান’

বেড়েছে পারিবারিক গল্পের জনপ্রিয়তা

ছোটপর্দার আলোচিত ঘটনা

টিভি ও ওটিটির আলোচিত নতুন মুখ

চলে গেলেন ‘নারী স্বাধীনতার প্রতীক’ ব্রিজিত বার্দো

তুমুল হট্টগোলে ফরিদপুরে পণ্ড হলো কনসার্ট, আয়োজকদের দুষলেন জেমস

আবার শুরু হচ্ছে ‘প্রীতিলতা’ সিনেমার শুটিং

বলিউডের হতাশার বছরে আলো দেখালেন রণবীর

বলিউডের আলোচিত ঘটনা