ভারতের অডিও প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজ প্রকাশ করল বাংলাদেশের সংগীতশিল্পী জিসান খান শুভর নতুন গান। গতকাল টি-সিরিজ বাংলা ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটির শিরোনাম ‘আজও বলতে পারিনি’। লিখেছেন ইশতিয়াক আহমেদ। সুর ও সংগীত করেছেন ভারতের ডাব্বু ঘোষাল। ভিডিও নির্মাণ করেছেন আদিত্য পাল। এতে মডেল হয়েছেন সূর্য সরকার ও তনুশ্রী দে।
এর আগে টি-সিরিজ থেকে প্রকাশ পেয়েছিল ইশতিয়াক আহমেদের লেখা গান ‘ভালোবাসি অকারণ’। গানটি গেয়েছিলেন তানজিব সারোয়ার। ইশতিয়াক আহমেদ বলেন, ‘টি-সিরিজের মতো প্ল্যাটফর্মে গান প্রকাশ পাওয়া অনেক আনন্দের। বাংলা গানকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে অনেক গীতিকারের মতো আমিও চেষ্টা করছি। সব সময় চেষ্টা থাকে ভালো কিছু করার, ভালো গান লেখার। এই গানও সেই চেষ্টার ফল। আশা করছি, সবার ভালো লাগবে।’
আজও বলতে পারিনি গানটি নিয়ে সংগীত পরিচালক ডাব্বু বলেন, ‘দারুণ কথার একটি গান। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি ভালো সুরে গানটি বাঁধার। শুভর দারুণ গায়কিতে সেটি দাগ কাটার মতো একটা গান হয়েছে।’