হোম > বিনোদন > গান

নাদিমের নতুন গান ‘দূরে বহু দূরে’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

শাহাদাত হোসেন নাদিম। ছবি: সংগৃহীত

‘দূরে বহু দূরে’ শিরোনামের নতুন গান নিয়ে আসছেন সংগীতশিল্পী শাহাদাত হোসেন নাদিম। আগামীকাল মঙ্গলবার ১৭ জুন সন্ধ্যায় শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল ‘ওভারডোজ বাই নাদিম’-এ প্রকাশ করা হবে গানটি। যৌথভাবে এর কথা ও সুর দিয়েছেন রেজা করিম ও নাদিম। সংগীত পরিচালনা করেছেন জুয়েল মাহমুদ।

দূরে বহু দূরে রোমান্টিক ঘরানার গান। নতুন এই গান প্রসঙ্গে নাদিম বলেন, ‘গান নিয়েই আমার জগৎ। সব সময় চেষ্টা থাকে শ্রোতাদের ভালো গান উপহার দেওয়ার। সেই চেষ্টা থেকেই নতুন এই গান। আমার বিশ্বাস, গানটি শ্রোতাদের ভালো লাগবে, মনে থাকবে অনেক দিন।’

রেজা করিম বলেন, ‘এই প্রথম আমার লেখা ও সুরে কেউ কণ্ঠ দিল, এটা আমার জন্য ভীষণ আনন্দের। নাদিম সচরাচর যে ধরনের গান করে থাকে, এই গানটি তার থেকে একেবারেই আলাদা ধাঁচের। এই গানে নাদিম নিজেকে ভাঙতে চেয়েছে এবং সেটা পেরেছে।’

সংগীত পরিচালক জুয়েল মাহমুদ বলেন, ‘গানটির সংগীতায়োজনে কথা ও সুরকে মেলে ধরার সর্বোচ্চ চেষ্টা করেছি। কিছুটা চ্যালেঞ্জ তো ছিলই। আমি মনে করি, গানটি আমার ক্যারিয়ারে ভিন্ন মাত্রা যোগ করবে। সব মিলিয়ে অনেক দিন বেঁচে থাকার মতো একটি গান হয়েছে দূরে বহু দূরে।

শাহাদাত হোসেন নাদিমের গাওয়া ‘অধিকার’, ‘মা’সহ বেশ কয়েকটি গান শ্রোতামহলে প্রশংসা কুড়িয়েছে, বিশেষ করে ‘পাগলের সুখ মনে মনে’ নাটকের জন্য করা নাদিমের ‘আমি মরে যাবার পর’ গানটি বেশ জনপ্রিয় হয়। নাদিম এখন ব্যস্ত আছেন বেশ কিছু মৌলিক গান আর নাটকের আবহ সংগীতের কাজে।

শিল্পকলায় নাট্যতীর্থের আয়োজনে ‘নবীন প্রবীণ নাট্যমেলা’

‘রাক্ষস’-এর গল্প বাংলাদেশে নিয়ে এসেছে সুস্মিতাকে

ঢাকায় দুই কনসার্টে গাইলেন আতিফ আসলাম

এ সপ্তাহের ওটিটি: ‘সাবা’সহ মুক্তির তালিকায় যেসব সিনেমা-সিরিজ

আজ থেকে হল মাতাবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

প্যারামাউন্টের ১০৮ বিলিয়নের প্রস্তাবে না, নেটফ্লিক্সের ৭২ বিলিয়নের চুক্তিই চায় ওয়ার্নার ব্রস

ঈদের সিনেমার দৌড়ে ‘বনলতা সেন’

অবলোকন নাট্যদলের নতুন নাটক ‘গন্ধসূত্র’

হাসপাতাল থেকে ফিরে অভিমানী নচিকেতা

জয়তী ও সমরজিতের ‘যদি অকারণ’